Stomach: খাওয়ার পরে পেটে শব্দের কারণ কীসের সমস্যা, জানুন বিস্তারিত

Stomach Noises After Eating: বর্তমানে সাধারণ মানুষের মধ্যে বাইরের খাবার খাওয়ার একটা হিড়িক আগের থেকে অনেকটাই বেড়েছে। যার ফলে বাড়ির পুষ্টিকর খাদ্য আর মুখে উঠে…

stomach rumbling after eating

Stomach Noises After Eating: বর্তমানে সাধারণ মানুষের মধ্যে বাইরের খাবার খাওয়ার একটা হিড়িক আগের থেকে অনেকটাই বেড়েছে। যার ফলে বাড়ির পুষ্টিকর খাদ্য আর মুখে উঠে না। যা আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। একই সাথে পেটের বিভিন্ন সমস্যা হয় এই সমস্ত খাবারের ফলেই।

অন্যদিকে সাম্প্রতিক সময়ে পেটের সমস্যা আগে থেকে অনেকটাই বেড়ে গিয়েছে বিশেষ করে গ্রীষ্মকালে পেটে সমস্যা এমনিতেই বেড়ে যায়। এমন অনেকে আছেন যাদের পেটে মাঝেমধ্যে বিভিন্ন ধরনের উদ্ভট আওয়াজ হয়। অনেক মনে করেন দীর্ঘক্ষণ খালি পেটে থাকার ফলে এই ধরনের আওয়াজ উড়তে থাকে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, ভর্তি পেটেও এই আওয়াজ ওঠে অনেক সময়। তবে পেটের মধ্যে গুড় গুড় আবার যদি বাড়তে থাকে তাহলে খুব দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। পুষ্টিবিদরা জানাচ্ছেন, আমরা যখন খাবার খাই তখন খাদ্য নানির মধ্যে দিয়ে সেটি পরিপাকতন্ত্রে পৌঁছায়।
তার মধ্যে পেশীর সংকোচন এবং পেটের মধ্যে থাকা গ্যাসের কারণে এই সমস্যা হতে পারে। অনেক ক্ষেত্রে আবার অ্যাসিড রিফ্লেক্স এর কারনে এই ধরনের আওয়াজ লক্ষ্য করা যায়। অ্যাসিড রিফ্লেক্স এর ফলে পেটের মধ্যে থাকা খাবার আবার ওপর দিকে উঠতে শুরু করে যার ফলে এই ধরনের সমস্যা হয়।

তাছাড়া যাদের গ্যাস্ট্রিক আলসার রয়েছে তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা চোখে পড়ে। তাই আপনারও যদি এই ধরনের সমস্যা বারংবার হতে থাকে তাহলে শীঘ্র চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না।