Nepal: জোড়া ভূমিকম্পে দুলে উঠল নোপাল

নেপালের (Nepal) বিভিন্ন জায়গায় রাত ১টা থেকে ২টার মধ্যে রিখটার স্কেলে ৪.৩ এবং ৩.৮ তীব্রতায় দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে।

earthquake

নেপালের (Nepal) বিভিন্ন জায়গায় রাত ১টা থেকে ২টার মধ্যে রিখটার স্কেলে ৪.৩ এবং ৩.৮ তীব্রতায় দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে।

ভূমিকম্পের কেন্দ্র নেপালের বুগলাং জেলা। দুটি ভূমিকম্পের পর বুগলাং জেলার পরিস্থিতি ঠিক কী তা স্পষ্ট নয়। তবে সর্বশেষ খবর যা আসছে তাতে বেশকিছু এলাকা ক্ষতিগ্রস্থ।

   

নেপালে বারবার ভূমিকম্প হওয়ার কারণ কী?

বিশেষজ্ঞরা বলছেন, কমপক্ষে আড়াই কোটি বছর আগে ভারত একটি আলাদা দ্বীপ ছিল। এই ভূমি এশিয়ার মূল ভূখণ্ডের সাথে ধাক্কা খায়। এই দুটি ভূমিস্তর পরস্পরের দিকে সরে আসছে। এতে সৃষ্টি হচ্ছে প্রচণ্ড চাপ। ব্রিটেনের ওপেন ইউনিভার্সিটির ভূ-বিজ্ঞান অধ্যাপকরা জানান, হিমালয় পর্বত ভারতীয় প্লেটের ওপর দিয়ে প্রবলভাবে চাপ দিচ্ছে। সেই কারণেই ঘটছে ভূমিকম্প।

গত কয়েক দশক ধরেই নেপালকে ভূমিকম্পের সম্ভাব্য ভয়াবহতা সম্পর্কে সতর্ক করে আসছেন বিশেষজ্ঞরা।২০১৫ সালের ভয়াবহ ভূকম্পনে নেপাল জুড়ে চলেছিল মৃত্যুর মিছিল।

গত মাসে ভূমিকম্প হয়েছিল নেপালে। মাস পার হতে না হতেই ফের মাটি কাঁপল। সেবার কম্পন অনুভূত হয় দিল্লি, উত্তরাখণ্ড-সহ উত্তর ভারতের বিভিন্ন জায়গায়। নেপালে কয়েকজনের মৃত্যু হয়।