Tripti Dimri Beauty Secrets: ত্বকের যত্নে কী কী করেন তৃপ্তি!

Tripti Dimri Beauty Secrets: তৈলাক্ত ত্বক ডেকে আনে স্কিনের বড় ক্ষতি। যেমন, হোয়াইটহেডস, ব্ল্যাকহেডস এবং পিম্পল। এক্ষেত্রে এনিম্যাল অভিনেত্রী তৃপ্তি দিমরির মতে, তৈলাক্ত ত্বক থাকলে…

Tripti-Dimri

Tripti Dimri Beauty Secrets: তৈলাক্ত ত্বক ডেকে আনে স্কিনের বড় ক্ষতি। যেমন, হোয়াইটহেডস, ব্ল্যাকহেডস এবং পিম্পল। এক্ষেত্রে এনিম্যাল অভিনেত্রী তৃপ্তি দিমরির মতে, তৈলাক্ত ত্বক থাকলে ভারী ময়েশ্চারাইজার ব্যবহার করবেন না। এটি আপনার ত্বককে স্বাভাবিকের চেয়েও বেশি তৈলাক্ত করে তোলে। তাহলে ত্বকের পরিচর্যা কীভাবে করবেন? সে উপায়ও এদিন ফাঁস করলেন রণবীরের নায়িকা তৃপ্তি।

সকালের স্কিনকেয়ার রুটিন

প্রতিদিন সকালে ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এরপরে, ভিটামিন সি সিরাম লাগান। এটি ত্বককে প্রাকৃতিক আভা দেয়। আর যাঁদের ত্বক তৈলাক্ত, তাঁরা অবশ্যই একটু হালকা ওজনের, জেলের মতো টেক্সচার দেওয়া ময়েশ্চারাইজার ব্যবহার করুন। আর বাইরে বেরোনোর আগে অবশ্যই SPF দেওয়া ক্রিম লাগান (Tripti Dimri Beauty Secrets)। দেখবেন তৃপ্তির মতো চকচক করবে আপনার ত্বক।

রাতের স্কিনকেয়ার রুটিন

রাতের স্কিনকেয়ার রুটিন সকালের মতোই হলে ভালো। তবে, রাতে ঘুমানোর আগে ভারী ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে ত্বকের স্বাস্থ্য ভালো থাকে এবং ত্বক আরও হয়ে ওঠে। সকালে ঘুম থেকে উঠলেই সে আভাস পাওয়া যায় (Tripti Dimri Beauty Secrets)।

উল্লেখ্য, এইমুহূর্তে কেরিয়ারের মধ্য গগনে রয়েছে তৃপ্তি। রশ্মিকার পাশাপাশি ভারতের জাতীয় ক্রাশ হয়ে উঠেছেন তিনিও। নায়িকার সাধারণ চালচলন তাঁকে ফ্যানেদের মনে আরও অসাধারণ করে তুলেছে। রণবীরের সঙ্গে কাজের পর এবার ভিকি কৌশলের সঙ্গে নজর কাড়বেন তৃপ্তি দিমরি। ইতিমধ্যেই ফাঁস হয়েছে ক্রোয়েশিয়ায় তাঁদের একটি গানের শুটিংয়ের দৃশ্য। জানা গিয়েছে, ছবির নাম হবে ‘Mere Mehboob Mere Sanam‘।