Benefits of Ripe Bananas: বিশ্বব্যাপী শারীরিক সমস্যা গুলির মধ্যে অন্যতম হলো কোষ্ঠকাঠিন্য, আমরা সকলেই কম বেশি এই সমস্যার সম্মুখীন হই মাঝে মধ্যেই। আর পেট পরিষ্কার না হলে সারাদিন কাজে এনার্জি আসে না নানা রকম সমস্যা হতে শুরু করে আর সেই থেকে পেটের সমস্যাও দেখা দেয়। কোষ্ঠকাঠিন্যের ফলে অনেকের মধ্যে দেখা যায় গ্যাস্ট্রিকের সমস্যা ফলে অল্প বয়সেই বা পাক ধরতে শুরু করে মাথার চুলে।
তবে বর্তমানে শিশুদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যাচ্ছে কারণ হিসেবে দায়ী করা হচ্ছে বর্তমান প্রজন্মের জীবনযাপনকে। সাধারণভাবে আমাদের শরীরে ফাইবারের পরিমাণ কমে গেলে কিংবা জলপানের পরিমাণ কমে গেলে এই ধরনের সমস্যা দেখা দেয়। কিন্তু বর্তমানে শিশুদের মধ্যেও দেখা যাচ্ছে এই ধরনের সমস্যা বিশেষজ্ঞরা বলছেন, এর জন্য দায়ী তাদের বাবা মারা।
কারণ তারা অল্প বয়সী বাচ্চার মুখে তুলে দিচ্ছেন বাইরের জাঙ্ক ফুড শরীরের পক্ষে একেবারেই উপকারী নয় সেই সাথে প্যাকেট জাতীয় বিভিন্ন ফলের রস এনে দিচ্ছেন বাচ্চার স্বাস্থ্যের কথা ভেবে। কিন্তু তাতে যে শাস্তির ক্ষতি তা খেয়াল করছেন না অভিভাবকরা। চিকিৎসকরা বলছেন শিশুদের প্রতিদিন নিয়ম করে ফাইবার যুক্ত খাবার খাওয়াতে হবে যার মধ্যে অন্যতম হলো কলা।
কলা প্রাকৃতিকভাবে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। একই সাথে খাওয়াতে হবে সবুজ শাকসবজি এবং ঘন ঘন খাওয়াতে হবে পানীয় জল। যার ফলে শরীরে পানীয় জলের ঘাটতি মিলবে অনেকটাই। এবং প্রতিদিন অন্তত একবার হলেও বাথরুমে বসানোর অভ্যাস করাতে হবে।