Stylish in Summer: রোদের তীব্র দাবদাহে ত্বকের অবস্থা তো একেবারেই খারাপ হয়ে যাচ্ছে। কোন সাজসজ্জা ত্বকের উপর ঠিক ভাবে রাখা যাচ্ছে না। সামান্য লিপস্টিক বা কাজল পরলেই যেখানে সাজ সম্পন্ন হয়ে যায়। এই প্রকট রোদে-ঘামে সেটুকুও থাকছে না। কাজল পরতে কমবেশি সকলেই ভীষণভাবে ভালোবাসে কারণ এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই।
অনেক পুরনো দিন থেকেই কাজল পরার চল রয়েছে। এছাড়া কাজল পরলে মেয়েদের দেখতেও ভীষণ সুন্দর লাগে। তবে গরমকালে তা অসম্ভব হয়ে উঠছে। তীব্র রোদে গরমে কাজল ঘেটে গোটা মুখ কালো করে দিচ্ছে। এছাড়া চোখ চুলকালেও চোখ লাল হয়ে যাচ্ছে, যার ফলে চোখ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে।
এর ফলে বরাবরই মাথায় রাখতে হবে কোন সস্তার কাজল চোখে ব্যবহার করা যাবে না। তাহলে চোখকে ভীষণভাবে তা ক্ষতি করবে। এর পাশাপাশি গরমে আইশ্যাডো কখনোই লাগানো যাবে না। কালো রং-এর কাজল গরমের দিনে চোখে অস্বস্তির সৃষ্টি করতে পারে। সে কারণে নীল বা সবুজ রঙের কাজল হালকা করে পরা যেতে পারে।