Essential Tips: বহুদিনের একসঙ্গে পথ চলা হঠাৎই থমকে গেলে কিভাবে সামলাবেন নিজেকে?

দীর্ঘদিন একসাথে পথ চলা, ভবিষ্যতের স্বপ্ন দেখা, তারপর হঠাৎই একদিন সবকিছু শেষ। চলতি ভাষায় যাকে বলে ব্রেকআপ। এরকম ঘটনা প্রতিনিয়ত অনেকের সাথেই ঘটে চলেছে। এক্ষেত্রে বেশিরভাগ সময় একজন খুব সহজেই মেনে নিয়ে স্বাভাবিক ছন্দে এগিয়ে গেলেও অন্যজনের কাছে এটা হয়ে দাঁড়ায় পাহাড় প্রমান বোঝা। মন খারাপ ,রাগ, অভিমান, কষ্ট এই সবকিছুই তার জীবনে প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলে।

move on indian girl

Essential Tips: দীর্ঘদিন একসাথে পথ চলা, ভবিষ্যতের স্বপ্ন দেখা, তারপর হঠাৎই একদিন সবকিছু শেষ। চলতি ভাষায় যাকে বলে ব্রেকআপ। এরকম ঘটনা প্রতিনিয়ত অনেকের সাথেই ঘটে চলেছে। এক্ষেত্রে বেশিরভাগ সময় একজন খুব সহজেই মেনে নিয়ে স্বাভাবিক ছন্দে এগিয়ে গেলেও অন্যজনের কাছে এটা হয়ে দাঁড়ায় পাহাড় প্রমান বোঝা। মন খারাপ ,রাগ, অভিমান, কষ্ট এই সবকিছুই তার জীবনে প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলে।

ছন্দপতন হয় জীবনের অন্যান্য ক্ষেত্রেও। মনে হয় সবকিছুই যেন শেষ হতে বসেছে। এগুলো কোনও কিছুই অস্বাভাবিক নয়। তবে জীবন এগিয়ে চলেছে স্বাভাবিক গতিতে । ফলে আপনাকেও স্বাভাবিক গতিতে এগিয়ে যেতে হবে। পিছনে পড়ে থাকলে হবে না। তাই তো ? বিশেষজ্ঞরা বলছেন, কঠিন সময়টায় কয়েকটা দিক একটু মাথায় রাখলেই সহজ হবে মুভ অন। কীভাবে? আজ সে কথাই জানাবো আপনাদের……

মেনে নিতে শিখুন প্রথমেই মেনে নিন সম্পর্কটা শেষ। নিজেকে বোঝান, পৃথিবীতে কোন কিছুই চিরস্থায়ী নয় । জামাকাপড় হোক কিংবা প্রিয় কোন জিনিস সবকিছুই নষ্ট হয় সময়ের সাথে সাথে ,মানুষ যেমন চিরকাল বেঁচে থাকে না তেমনই সম্পর্কও শেষ হয়।সময়ের সঙ্গে সঙ্গে বদল যে স্বাভাবিক। অপেক্ষা করবেন না। প্রাক্তন যে আর ফিরবে না, সেটা সবার আগে মানতে শিখুন।

সম্পূর্ণরূপে যোগাযোগ বন্ধ করুন: প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সমস্ত যোগাযোগে ইতি টানুন। স্যোশাল মিডিয়া বা কমন ফ্রেন্ড সার্কেলেও তাঁর কোনরকম খবর রাখবেন না। যে চলে গেছে তাকে যেতে দিন। মনে রাখবেন পিছুটান মানুষকে কখনো সামনের দিকে এগিয়ে যেতে দেয় না।

সময় দিন নিজেকে: নিজেকে নিয়ে ভাবুন। সময় নিন সব কিছু ঠিক হবে। জোর করে ভুলে যাওয়ার চেষ্টা করা মানেই বোকামি। দীর্ঘদিনের স্মৃতি হঠাৎ একদিন সকালে উঠে সবকিছু মন থেকে ডিলিট করে দেওয়া কখনই সম্ভব নয়। সময়ের সাথে সবকিছুই ঠিক হবে।

পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটান: যে চলে গেছে তার জন্য দুঃখ না পেয়ে বরং এটা ভাবুন যারা আপনার কাছে আছে তাদের সাথে কিভাবে ভালো সময় কাটাবেন। পরিবার এবং বন্ধুরা আপনার একান্তই নিজের । আপনি যেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেখান থেকে আপনার ঘুরে দাঁড়ানোতে সাহায্য করতে পারে আপনার এই কাছের মানুষরাই। তাই তাদের সাথে কথা বলুন, সময় কাটান। তাদের ফেরাবেন না।

নিজেকে ভালোবাসুন: মনে রাখবেন যে নিজেকে ভালবাসতে পারে না সে কখনোই অন্যকে ভালবাসতে পারে না। তাই নিজেকে ফার্স্ট প্রায়োরিটি দিন। অবসরে সিনেমা দেখুন, বই পড়ুন। আপনার যে শখগুলো চাপা পড়তে বসেছিল সেগুলো আরেকবার ঝালিয়ে নিন দেখি এবার। কিন্তু খবরদার মাদকের নেশায় ডুব দেবেন না।

নিজেকে ব্যস্ত রাখুন: সব সময় কোনও না কোনও কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখুন। কথায় আছে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তাই এই সময় যতটা পারবেন নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখবেন।

আবেগের বশে কোন সিদ্ধান্ত নয়: হতেই পারে বিচ্ছেদের পরপরেই আপনার পার্টনার অন্য আরেকটি সম্পর্কে গিয়েছে। প্রতিশোধ নেওয়ার প্রবণতায় আপনিও চটজলদি একটা সম্পর্কে জড়াতে গেলে ভুল করবেন। তাই যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকেই বলি নিজেকে সময় দিন।

মন দিয়ে নয় ,মস্তিষ্ক দিয়ে ভাবুন: যেই সমস্যাগুলোর জন্য আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেন সেই সমস্যা জীবনভর বইতে পারতেন তো? ভুলগুলি থেকে নিশ্চয়ই শিক্ষা পেয়েছেন! সেগুলিকে ভবিষ্যতে কাজে লাগাতে হবে তো নাকি?

একবার ভাবুন তো পৃথিবীতে কত মানুষ কত সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে! তবুও কিন্তু তারা থেমে নেই, এগিয়ে চলেছে। তাহলে আপনার কাছে এটা কোন সমস্যাই নয়। সবাই পারলে আপনিও পারবেন।