ঘাম জমে বগলে কালো দাগ! ব্যবহার করুন এই কিছু পদ্ধতি

নিজেদের ত্বক নিয়ে সকলেই আমরা একটু হলেও আবেগী। কারণ ত্বক মানুষের বাহ্যিক রূপকে বিচার করে। তবে এমন অনেক জায়গা রয়েছে যা অনেক সময় কালো হয়ে যায়। তার মধ্যে অন্যতম হলো বগল এবং ঘাড়।

Person with Dark Armpit Sweat Stains on Shirt

নিজেদের ত্বক নিয়ে সকলেই আমরা একটু হলেও আবেগী। কারণ ত্বক মানুষের বাহ্যিক রূপকে বিচার করে। তবে এমন অনেক জায়গা রয়েছে যা অনেক সময় কালো হয়ে যায়। তার মধ্যে অন্যতম হলো বগল এবং ঘাড়।

সাধারণত এই সমস্ত জায়গাই মেলানিন জমা হতে শুরু করে অযন্তের ফলে, ঠিক সেই কারণেই দেহের অন্যান্য অংশের তুলনায় কালো হয়ে যায় এই সংশয় জায়গা। সাধারণত বারবার ওয়াক্সিং কিংবা বগলে বা ঘাড়ে সরাসরি বডিস্প্রে দিলেই এই সমস্যা দেখা যায়।

বডিস্প্রে সাধারণত আমাদের দেহের দুর্গন্ধ দূর করে, কিন্তু কালো ছোপ ফেলে যায়। তাই বগলে কিংবা ঘাড়ে সরাসরি স্প্রে দেওয়া উচিত নয়। অন্যদিকে গরমকালে অতিরিক্ত ঘাম জমে এই সমস্যা দেখা দেয়। কিন্তু অযথা চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ আপনার ঘরেই রয়েছে এমন কিছু সামগ্রী যা সহজেই বগলের কালো দাগ দূর করতে পারে।

তার মধ্যে অন্যতম হল পাতি লেবুর রস। কারণ পাতি লেবুর মধ্যে রয়েছে ব্লিচিং যা ত্বকের কালো ভাব দূর করতে পারে সহজেই। সপ্তাহে অন্তত একদিন পাতি লেবুর রস নিয়ে মিনিট দশেক বগলে কিংবা ঘাড়ে ঘষলেই ফল পাবেন হাতেনাতে। তাছাড়া লাগানো যেতে পারে শশা কিংবা আলু, ঠিক পাতি লেবুর রসের মতোই একই ভাবে কাজ করে এই দুই সবজি। আবার বেকিং সোডার সাথে সামান্য জল মিশিয়ে ১০ থেকে ১৫ মিনিট বগলে লাগিয়ে রাখতে পারেন। তারপরে শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন সেই মিশ্রণ।