Weekend tour: উইকএন্ডে বেড়াতে যাওয়ার সেরা ঠিকানা বাংরিপোসি

Bangriposhi in Odisha

সাহিত্যিক বুদ্ধদেব গুহ একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ভ্রমণ গন্তব্যে নেই, ভ্রমণ আছে রাস্তায়, রাস্তার দুপাশের জনপদে। তিনি নিজে ছিলেন একজন ভ্রামণিক। তাঁর লেখায় এমন সব জায়গার হদিশ পাওয়া গিয়েছে, যা পরবর্তী সময় হয়ে উঠেছে পর্যটনকেন্দ্র! তেমনই একটি জায়গা বাংরিপোসি। বুদ্ধদেব গুহর একটি বইয়ের নাম ‘বাংরিপোসিতে দু-রাত্তির’।

Advertisements

ওড়িশা রাজ্যে অবস্থিত এই বাংরিপোসি। উইকএন্ড ট্যুরের জন্য আদর্শ ঠিকানা। এখানে গেলেই ভালো হয়ে যায় মন। নানা জনজাতির মানুষের বাস এখানে। কাছাকাছির মধ্যে অবশ্যই ঘুরে দেখবেন সিমলিপাল জাতীয় উদ্যান। বাংরিপোসিতে রয়েছে বাঁকাবল লেক আর ছোটবড় পাহাড়ের চুড়ো।

বেশ কয়েক বছর ধরেই বাংরিপোসিতে পর্যটকদের সমাগম দেখা যাচ্ছে। চাহিদা মতো হোটেল পেতেও অসুবিধে হবে না। কলকাতা থেকে থেকে সহজেই গাড়িয়ে পৌঁছনো যায়। দূরত্ব মাত্র ২৫০ কিলোমিটার। বাংরিপোসি থেকে সবচেয়ে কাছাকাছি স্টেশন বালেশ্বর। হাওড়া থেকে ট্রেনে করে পৌঁছে যান বালেশ্বরে। স্টেশন থেকেই ভাড়ার গাড়ি মেলে। ৯৫ কিলোমিটার গেলেই সুন্দরের ঠিকানা বাংরিপোসি।

Advertisements

অফিসে প্রতিদিনের একঘেয়ে কাজ করতে গিয়ে স্বাভাবিক ভাবেই ক্লান্তি আসে। কাজেই ছোট্ট ছুটিতে হাওয়া বদল জরুরি। এতে মনেরও বদল হয়। বাংরপোসি এমন এক ঠিকানা যা ভালো করে দেবে আপনার মন। রিফ্রেশ হবে আপনার মাইন্ড। তাহলে আর দেরি কেন, আজই ট্যুর প্ল্যান করে ফেলুন।