Tour and Travel: ছোট্ট ছুটিতে ঘুরে আসুন দুবলাগাড়ি

বেড়াতে যেতে কে না ভালবাসেন! রোজকার একঘেয়ে কাজ করতে গিয়ে স্বাভাবিকভাবেই ক্লান্তি আসে জীবনে। কাজেই হাওয়া বদল জরুরি। ছোট্ট ছুটিতে প্রকৃতির সান্নিধ্য পেলে মন হয়ে…

Bagda beach in Odisha

বেড়াতে যেতে কে না ভালবাসেন! রোজকার একঘেয়ে কাজ করতে গিয়ে স্বাভাবিকভাবেই ক্লান্তি আসে জীবনে। কাজেই হাওয়া বদল জরুরি। ছোট্ট ছুটিতে প্রকৃতির সান্নিধ্য পেলে মন হয়ে ওঠে চনমনে। কেউ যেমন অরণ্যের গভীরে আশ্রয় নেন, কেউ বেড়াতে যান পাহাড়ের কোলে। আবার সমুদ্রও ভালবাসেন অনেকে। এখন পর্যটক মানচিত্রে নিজস্ব পরিচিতি করে নিয়েছে সামুদ্রিক ঠিকানা দুবলাগাড়ি।

তাহলে দুবলাগাড়িই কি হয়ে উঠবে আপনার আগামী ট্রাভেল ডেসটিনেশন? কলকাতা থেকে দূরত্বও বেশি নয়। নিজের গাড়ি থাকলে তো কথাই নেই। শহরের সীমানা ছাড়িয়ে পৌঁছতে সময় লাগবে মাত্র চার ঘণ্টা। ঝাউবনের মন মাতানো পরিবেশে দারুণ কাটবে দুটো দিন।

সমুদ্র বলতে কাছাকাছির মধ্যে প্রথমেই মনে আসবে দীঘা মন্দারমনির কথা। জানেন কি এই রুটের কাছেই রয়েছে আরেকটি নতুন ডেস্টিনেশন। দুবলাগাড়িতে এখন গড়ে উঠেছে ছোট বড় নানা রিসোর্ট। চাহিদা মতো থাকার জায়গারও অসুবিধে হবে না। সমুদ্রে নেমে দু-কদম ঢেউ খেললেই আনন্দ আসবে মনে।

তাহলে আর দেরি কেন! উইকএন্ড হোক কিংবা ছোট্ট ছুটি, দুদিনের জন্য বেড়াতে যাওয়া যেতেই পারে দুবলাগাড়ি। এখানে রাতের নির্জন পরিবেশও চমৎকার। একবার গেলেই হয়ত বারবার যেতে ইচ্ছে করবে। দুবলাগাড়ি ওড়িশার একটি পর্যটনকেন্দ্র। কলকাতা থেকে দূরত্ব ২৪৩ কিলোমিটার।