Benefits of Mother’s Milk: সন্তানের মুখে বাজার চলতি দুধ নয়, মায়ের দুধ হল সর্বশ্রেষ্ঠ

বিশ্বের যে কোন প্রান্তে সদ্যজাত শিশুর খাদ্য তালিকার মধ্যে অন্যতম হলো মাতৃদুগ্ধ। একটা সময় ছিল যখন বাচ্চা জন্মের পরেই মায়ের স্তন পান করত কিন্তু বর্তমানে অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে বিভিন্ন কারণে মায়েরা তাদের বাচ্চাকে স্তন পান করাতে অক্ষম।

The Benefits of Mother's Milk for Your Child's Health

বিশ্বের যে কোন প্রান্তে সদ্যজাত শিশুর খাদ্য তালিকার মধ্যে অন্যতম হলো মাতৃদুগ্ধ। একটা সময় ছিল যখন বাচ্চা জন্মের পরেই মায়ের স্তন পান করত কিন্তু বর্তমানে অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে বিভিন্ন কারণে মায়েরা তাদের বাচ্চাকে স্তন পান করাতে অক্ষম। তাই আধুনিক সমাজে বাচ্চার খাদ্য তালিকায় জায়গা করে নিয়েছে প্যাকেট দুধ বাচ্চার বিকাশ এবং শারীরিক গঠনের পক্ষে একেবারেই উপকারী নয় এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।

অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে মায়ের শারীরিক সমস্যার কারণে দুধ উৎপন্ন হয় না কিংবা কর্পোরে কাজের চাপে মায়েরা তার সন্তানকে সময়মতো স্তন পান করাতে পারেন না। যার জেরে শিশুর শারীরিক সমস্যা দিন দিন বাড়তে থাকে। মূলত শিশুদের ক্ষেত্রে মাতৃদুগ্ধ অত্যাবশ্যক বলেই জানাচ্ছেন চিকিৎসকরা কারণ তার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ফাইবার যা শিশুদের বিকাশে সাহায্য করে।

একই সাথে শিশুদের পেটের সমস্যা থেকে দূরে রাখে অনেকটাই। সমীক্ষায় দেখা গিয়েছে, বড়দের তুলনায় শিশুরা বেশিরভাগ সময় পেটের সমস্যাই আক্রান্ত হয়। যার ফলে ইনফেকশন দেখে জ্বর বমি ডায়েরির মত সমস্যা দেখা দেয় তবে শিশু যদি মায়ের দুধ পান করে তাহলে এই সমস্ত সমস্যা থেকে অনেকটাই দূরে থাকে।

অন্যদিকে শিশুর শারীরিক বিকাশে বিশেষ ভূমিকা নেয় মাতৃদুগ্ধ যার ফলে শিশুর বুদ্ধি চিন্তাভাবনা প্যাকেটজাত দুধ খাওয়ার শিশুদের থেকে অনেকটাই উন্নত হয়। একই সাথে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় অনেকটাই। তাই বিশেষজ্ঞ টা বলছেন শিশু জন্মানোর পর যতটা সম্ভব তাকে দিতে হবে মায়ের দুধ যাতে সন্তান এবং মা দুজনেরই শারীরিক সমস্যা না হয়।