Lemon Juice: বাসনের পোড়া দাগ তুলতে হিমশিম খাচ্ছেন! ব্যবহার করুন লেবুর রস

প্রতিদিনের যে কোন রান্না করতে বাসনে খাবারের দাগ লাগবে না সেটা হয় না তাছাড়া মাঝেমধ্যে খাবার পুড়ে যাওয়ারও একটা প্রবণতা দেখা যায়। তারপরে কড়াই কিংবা…

Burnt Spots on Dishes

প্রতিদিনের যে কোন রান্না করতে বাসনে খাবারের দাগ লাগবে না সেটা হয় না তাছাড়া মাঝেমধ্যে খাবার পুড়ে যাওয়ারও একটা প্রবণতা দেখা যায়। তারপরে কড়াই কিংবা বাসনে পোড়া দাগ থেকে যায় খুব স্বাভাবিক ভাবেই। আর এই দাগ তুলতে হিমশিম খায় সাধারণ মানুষ। অনেকেই বিভিন্ন ধরনের বাজার চলতি লিকুইড ব্যবহার করেন পোড়া দাগ তোলার জন্য, কিন্তু তাতেও সমস্যার সমাধান হয় না।

তাছাড়া দীর্ঘদিন ধরে একবার শুনে রান্না করার ফলে তাতে অন্যরকম দাগ পড়ে যায়। যা কোনভাবেই উঠতে চাই না। ফলে নতুন বাসনা দেখে মনে হয়। অনেক পুরনো। কিন্তু আজকের এই প্রতিবেদন পড়ার পরে সহজেই আপনি বাসনের পোড়া দাগ তুলতে পারবেন। প্রথমত পোড়া বাসন মাজার জন্য ব্যবহার করতে হবে নুন। কারণ নুন পোড়া দাগ তুলতে খুবই কার্যকর।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

প্রথমে বাসনের মধ্যে সামান্য পরিমাণে মন ছিটিয়ে নিতে হবে তারপর বাসন মাজার সাবানের সাথে ভালো করে বসতে হবে দেখবেন কিছুক্ষন বসার পরে আপনার বাসন আবার নতুনের মতো চকচকে হয়ে উঠেছে। তাছাড়া লেবুর রস যেকোনো ধরনের দাগ তুলতে সক্ষম তাই বাসন মাজার সাবানের সাথে সামান্য পরিমাণে লেবুর রস মিশিয়ে নিলে সহজে দাগ তোলা যায়।

অন্যদিকে সামান্য কিছুক্ষণ গরম জলে পোড়া বাসন টিকে ফুটিয়ে নিতে পারেন যার ফলে বাসনের পোড়া দাগ অনেকটাই নরম হয়ে যাবে এবং পরে মাঝেলেই সহজেই চকচকে হয়ে উঠবে। পাশাপাশি ব্যবহার করা যেতে পারে বেকিং সোডা এবং লেবুর রসের মিশ্রণ যা রাসায়নিক বিক্রিয়া করে আপনার বাসনকে নতুনের মতো করে তুলবে।