Heart Attack Causes: চুপিসাড়েও হতে পারে হার্ট অ্যাটাক!

Heart Attack Causes: ব্যস্ততা যতই আসুক শরীরের সঠিক যত্ন নিন। নাহলে অসময়ে ধেয়ে আসবে বিভিন্ন হৃদরোগ। ঢোলে পড়বেন মৃত্যুর কোলে। এখন তো হৃদ্‌রোগে আক্রান্ত হয়েই…

Heart Attack Causes

Heart Attack Causes: ব্যস্ততা যতই আসুক শরীরের সঠিক যত্ন নিন। নাহলে অসময়ে ধেয়ে আসবে বিভিন্ন হৃদরোগ। ঢোলে পড়বেন মৃত্যুর কোলে। এখন তো হৃদ্‌রোগে আক্রান্ত হয়েই মৃত্যু ঘটছে ৫০ শতাংশ। বয়স্কদের পাশাপাশি কমবয়সিরাও ভুগছেন হৃদ্‌রোগে। অজান্তেই। জানেন, এমন অনেক হার্টের সমস্যা রয়েছে যেগুলি শরীরে বাসা বাঁধলেও বোঝা খুব কঠিন হয়ে দাঁড়ায়।

সাইলেন্ট হার্ট অ্যাটাক: ফ্লু, বুকে চাপ, শরীরের অন্য কোনও অঙ্গে ব্যথা, চোয়ালে চিনচিনের মতো সমস্যা, কোন কাজ করতে গিয়ে হাঁফ ধরা কিংবা সিঁড়ি চড়তে গিয়ে প্রবল কষ্ট দেখা দিলে সেগুলিকে গ্যাস-অম্বলের কষ্ট ভেবে এড়িয়ে যাবেন না। এগুলি হার্ট অ্যাটাকের কারণও হয়। একে বলে সাইলেন্ট হার্ট অ্যাটাক (Heart Attack Causes)।

   
  • পুরুষের থেকে মহিলাদের এই অ্যাটাকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।
  • ডায়াবেটিস রোগীদের সায়লেন্ট হার্ট অ্যাটাক হওয়ার আশঙ্কা বেশি। কারণ তাঁদের স্নায়ুগুলি শিথিল হয়ে গিয়ে ব্যথা অনুভব করতে পারেন না।

আপনিও যদি এরকম সমস্যায় পড়েন। তাহলে সঙ্গে সনফে কোনো হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে রোগীকে নিয়ে যান। নিজের ক্ষেত্রে এমন লক্ষণ দেখা দিলেই খোলামেলা জায়গায় বসুন। আধঘণ্টার মধ্যে 4টি অ্যাসপিরিন ট্যাবলেট চিবিয়ে খেতে পারেন। তাহলেই হার্ট অ্যাটাকের ঝুঁকি প্রায় 10 শতাংশ কমে যাবে। এইভাবে হার্ট এটাকের মতো বিপদ ধেয়ে আসার আগে অবশ্যই সচেতন হন। উপরিউক্ত লক্ষণগুলি মাথায় রাখুন। বাড়িতে সুগার রোগী থাকলে তাকে নিয়মিত ডাক্তারের রুটিন চেক আপ করান। সুস্থ থাকুন। সুস্থ রাখুন (Heart Attack Causes)।