মনস্কামনা পূরণ করতে অবশ্যই মঙ্গলবার দিন পালন করুন এই টোটকাগুলি

হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুযায়ী, সপ্তাহের প্রত্যেকটি দিনই কোনও না কোনও দেবতার বার হিসেবে উৎসর্গ করা হয়। যেমন ধরুন,সপ্তাহের বৃহস্পতিবার হল লক্ষ্মীবার আবার মঙ্গলবার হনুমানজির বার।…

হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুযায়ী, সপ্তাহের প্রত্যেকটি দিনই কোনও না কোনও দেবতার বার হিসেবে উৎসর্গ করা হয়। যেমন ধরুন,সপ্তাহের বৃহস্পতিবার হল লক্ষ্মীবার আবার মঙ্গলবার হনুমানজির বার। যদিও প্রতিদিনই ভক্তরা রীতিনীতি মেনে নিষ্ঠার সঙ্গে ভগবানের আরাধনা করে থাকেন।ব তবে ভক্তদের ধারণা অনুযায়ী, মঙ্গলবার যদি সঠিক নিয়ম মেনে বজরঙ্গবলীর পূজা করা হয় তাহলে সংসারে সব সময়ে সুখ-সমৃদ্ধি বজায় থাকবে। কোনও অশুভ শক্তির প্রভাব পরবে না।

কথিত রয়েছে, মঙ্গলবার হনুমানজির পুজোতে উপবাসের বিশেষ গুরুত্ব রয়েছে। সেই সঙ্গে আপনি যদি নিষ্ঠা ভরে বজরঙ্গবলীর পুজো করেন তাহলে দেবতা আপনার সহায় হবেন। সমস্ত বিপদ থেকে আপনাকে রক্ষা করবেন। সেই সঙ্গে এই উপবাস করলে সব ধরনের অশুভ শক্তির বিনাশ হয়। আসুন জেনে নেওয়া যাক মঙ্গলবারের পুজোর পদ্ধতি।

   

1। এদিন ভোরে ঘুম থেকে উঠে সমস্ত কাজ থেকে সেরে স্নান করে নিন৷ এরপর শাস্ত্রমতে,উত্তর-পূর্ব কোণ পরিষ্কার করুন। তারপর একটি চৌকিতে ভগবান হনুমানের একটি মূর্তি বা ছবি স্থাপন করুন। এরপর হনুমানজিকে লাল রঙের পোশাক পরান।

2। বজরঙ্গবলীর সবথেকে পছন্দের রঙ হল লাল। তাই আপনি হনুমানজির কৃপা পেতে লাল ফুলের মালা অর্পণ করুন,সেই সঙ্গে অবশ্যই মেটে সিঁদুর নিবেদন করুন।
3। আপনার ইচ্ছা অনুযায়ী, হনুমানজিকে ভোগ নিবেদন করতে পারেন। তাঁর পছন্দের ভোগে রাখতে পারেন বোঁদে বা লাড্ডু হোক বা ছোলা ও গুড় প্রসাদ হিসেবে নিবেদন করতে পারেন।
4। এরপর ধূপ ও ঘি জ্বালিয়ে দিন। আর অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন। এতে হনুমানজি সন্তুষ্ঠ হয়ে আপনার মনের সমস্ত ইচ্ছা পূরণ করবে। অবশ্যই এদিন উপবাস রাখবেন।