Washing Machine: বাড়িতে ওয়াশিং মেশিন রয়েছে! তাহলে জেনে নিন এই নিয়ম

ইতিমধ্যে রাজ্যে হাজির হয়েছে বর্ষাকাল আর বর্ষাকালে গরম থেকে মুক্তি মিলেও বিভিন্ন ধরনের সমস্যা হাজির হয়। তার মধ্যে অন্যতম হলো ভিজে জামা কাপড়ের সমস্যা। স্বাভাবিকভাবে…

ইতিমধ্যে রাজ্যে হাজির হয়েছে বর্ষাকাল আর বর্ষাকালে গরম থেকে মুক্তি মিলেও বিভিন্ন ধরনের সমস্যা হাজির হয়। তার মধ্যে অন্যতম হলো ভিজে জামা কাপড়ের সমস্যা। স্বাভাবিকভাবে প্রতিটি বাড়িতে প্রায় প্রতিদিনই জামাকাপড় ধোয়া হয় কিন্তু বর্ষাকালে সেই সমস্ত ভিজে জামা কাপড় শুকোতে ঝামেলায় পড়তে হয় সাধারণ মানুষকে। আবার অনেকের বাড়িতেই রয়েছে ওয়াশিং মেশিন। যার ফলে জামাকাপড় শুকানোর কাজ খুবই সহজ হয়ে যায়। কিন্তু মধ্যবিত্ত বাড়িতে খুব একটা এই ওয়াচিং মেশিনের দেখা পাওয়া যায় না।

তবে আপনার বাড়িতে যদি ওয়াশিং মেশিন থাকে তাহলে খুব সহজেই আপনি সুখে ফেলতে পারবেন সেই সমস্ত জামা কাপড়। তবে তার জন্য আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। প্রথমত দেখে নিতে হবে কোন জামাকাপড়টি বেশি ময়লা হয়েছে এবং কোনটি তুলনামূলকভাবে কম। সেই অনুযায়ী আপনাকে ওয়াশিং মেশিনের ব্যবহার করতে হবে। অতিরিক্ত ময়লাযুক্ত জামাকাপড়কে প্রথমে কেঁচে নিতে হবে ভালোভাবে তারপর দিতে হবে তুলনামূলক কম ময়লাযুক্ত জামা কাপড়।

তবে খেয়াল রাখবেন বেশি ডিটারজেন্ট কিংবা সার্ফ ব্যবহার করা যাবে না কারণ তার ফলে জামা কাপড়ের ক্ষতি হয়। এরপরে জামাকাপড় ভালোভাবে ধোয়া হয়ে গেলে প্রথমে ভারী জামাকাপড়গুলিকে পুনরায় ওয়াশিং মেশিনে ভোরে ড্রায়ার মোড অন করতে হবে। পুরোপুরিভাবে শুকিয়ে না গেলেও ওয়াশিং মেশিন আপনার জামা কাপড় থেকে সমস্ত জল বের করে দেবে। তারপর সেটিকে নিয়ে বাড়ির বারান্দা কিংবা পাখার তলায় মিলে দিতে হবে। অন্যদিকে হালকা জামাকাপড় সেগুলিকেও ঠিক একইভাবে শুকিয়ে ফেলতে হবে।