Neem Leaves: ইউরিক অ্যাসিডের ব্যাথ্যায় নাজেহাল অবস্থা! প্রতিদিনের মেনুতে রাখুন নিম পাতা

Neem Leaves: সাধারণভাবে মানব দেহ থেকে যে সমস্ত রাসায়নিক পদার্থ ক্ষরিত হয় তার মধ্যে অন্যতম হলো ইউরিক অ্যাসিড (Uric Acid Disease)।

Young girl with Uric Acid Disease sitting on a bed holding her feet in pain.

Neem Leaves: সাধারণভাবে মানব দেহ থেকে যে সমস্ত রাসায়নিক পদার্থ ক্ষরিত হয় তার মধ্যে অন্যতম হলো ইউরিক অ্যাসিড (Uric Acid Disease)। যা আমাদের দেহে রক্তের মধ্যে দ্রবীভূত থাকে এবং প্রস্রাবের মাধ্যমে দেহ থেকে বেরিয়ে যায়। ত বে যদি কোন কারনে রক্তে এই অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় তাহলে হাড়ে ব্যথার মতো সমস্যা দেখা দেয়।

Advertisements

বর্তমান সমাজে অনেকেই ইউরিক অ্যাসিডের ব্যথার সম্মুখীন হন। মানবদেহে সোডিয়াম পটাশিয়াম এবং অ্যালকাইনের মাত্রা নিয়ন্ত্রণ করে এই ইউরিক অ্যাসিড। তাই শরীরের গাঁটে গাঁটে ব্যথা হলে অনেকেই চিকিৎসকের পরামর্শ নেয় আর সেই মতো নিয়মিত ওষুধ খান যাতে একটু হলেও ইউরিক অ্যাসিডের ব্যথা থেকে রেহাই মেলে।

   

চিকিৎসকদের মতে, মূলত অনিয়মিত জীবন যাপন এবং তেলে ভাজা খাওয়ার ফলে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে তাই একটা বয়সের পর বাইরের খাবার এড়িয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। চিকিৎসকদের মতে, ইউরিক অ্যাসিড ধরা পড়লে টমেটো বাঁধাকপি পালং শাকের মতো খাবার এড়িয়ে যাওয়ায় ভালো।

তবে এমন কিছু আয়ুর্বেদিক দ্রব্য আছে যা মুহূর্তের মধ্যে আপনার শরীর থেকে ইউরিক অ্যাসিড কমিয়ে আনতে পারে তার মধ্যে অন্যতম হলো ত্রিফলা অর্থাৎ হরিতকী, বিভিতকী এবং আমলা। অন্যদিকে ইউরিক অ্যাসিডের ব্যথা কমাতে কার্যকরী নিম পাতা নিম পাতা হল প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরে কত মেরামত করার পাশাপাশি যে কোন ধরনের ব্যথা নিরাময়ের সাহায্য করে।