গরম বৃদ্ধির সাথে সাথে শারীরিক সমস্যায় জেরবা সাধারণ মানুষ। যদিও সাময়িকভাবে নিম্নচাপের বৃষ্টিতে স্বস্তি মিললেও গরম ভাব এখনো কাটেনি দেশ থেকে। শরীরের বিভিন্ন সমস্যার সাথে সাথে চুলের সমস্যা বাড়তে শুরু করেছে গরমে। গরমে চুল পড়ে যাওয়া শুষ্ক হয়ে যাওয়া এমনকি খুশকির (Dandruff) মতো সমস্যা দেখা দেয়।
বিভিন্ন ধরনের বাজে চলতি অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু, নামিদামি কোম্পানির ফেয়ার ছিলাম ব্যবহার করো সমস্যা থেকে মুক্তি মেলেন সাময়িকভাবে খুশকির হাত থেকে রেহাই মিললেও কিছুদিনের মধ্যেই আবারো ফেরত আসে খুশকি। তাই বিশেষজ্ঞরা বলছেন ঘরোয়া টোটকার উপর নজর দিতে হবে।
আমাদের প্রত্যেকের বাড়িতে প্রতিদিনের রান্না অবিচ্ছেদ্য অংশ হলো লবণ এই লবণের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম সপ্তাহে অন্তত দুই দিন লবণ দিয়ে মাথা মেসেজ করার কথা বলছেন বিশেষজ্ঞরা, একই সাথে তৈরি করে নেওয়া যেতে পারে নুনের তেল।
নারকেল তেলের সাথে পরিমাণ মতো লবণ মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে একই সাথে দিতে হবে অল্প কর্পূর সেই মিশ্রণ ঠান্ডা হয়ে গেলে ভালোভাবে ছেঁকে একটি পাত্রে রেখে দিতে হবে। তারপর সপ্তাহে অন্তত দু-তিন দিন সেই মিশ্রণ মাথায় ভালোভাবে লাগাতে হবে। তাহলে কিছুদিনের মধ্যে বিদায় নেবে খুশকি।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
