হাত রুক্ষ হয়ে যাচ্ছে ক্ষারযুক্ত সাবান ব্যবহারের পরেই! জানুন ঘরোয়া টোটকা

বর্তমানে কর্মসূত্রে আমাদের অনেককেই বাড়ির বাইরে থাকতে হয়, তাই নিজের জামা কাপড় থেকে শুরু করে বাসন সবই ধুতে হয় নিজেদের।অন্যদিকে বাড়িতে পরিচারিকা থাকলেও মাঝে মধ্যেই নিজের কাজ নিজেকেই করতে হয়।

Say Goodbye to Rough Hands: Home Tricks to Soothe and Repair Skin from Alkaline Soap Use

Repair Skin from Alkaline Soap: বর্তমানে কর্মসূত্রে আমাদের অনেককেই বাড়ির বাইরে থাকতে হয়, তাই নিজের জামা কাপড় থেকে শুরু করে বাসন সবই ধুতে হয় নিজেদের।অন্যদিকে বাড়িতে পরিচারিকা থাকলেও মাঝে মধ্যেই নিজের কাজ নিজেকেই করতে হয়।

অনেকের মতে সেটা অবশ্যই ভালো। তবে সেক্ষেত্রে অনেকের চামড়ার সমস্যা দেখা দেয়, বিশেষ করে হাতের ত্বক রুক্ষ হতে শুরু করে। আবার এই সমস্যা বাড়তে শুরু করলে একটা সময়ের পড়ে হাতের চামড়া উঠতে শুরু করে একই সাথে দেখা যায় জ্বলন। যদিও বর্তমানে কাপড় কাচা মেশিন থেকে শুরু করে ডিস ওয়াশার সবই হাতের মুঠোয়, কিন্তু সাধারণত আমাদের মধ্যবিত্ত বাড়িতে সেই সবের দেখা মেলে না।

তাই নিজের হাতই ভরসা। তবে দীর্ঘদিন ধরে বাসন মাজতে মাজতে স্কিনের সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের সকলকেই। তাই বিশেষজ্ঞরা বলছেন বাসন মাজতে ব্যবহার করুন লিকুইড সাবান, যার মধ্যে ক্ষারের পরিমাণ অনেকটাই কম।একইভাবে বাসন মাজা কিংবা কাপড় কাচার পরে হতে সামান্য পরিমাণে নেওয়া যেতে পারে হ্যান্ড ক্রিম, যা ত্বকের রুক্ষতা দূর করবে।

পাশাপাশি ব্যবহার করা যেতে পারে অ্যালোভেরা জেল। যার মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট, যা ত্বকের রুক্ষতাকে সহজেই দূর করবে এবং ত্বককে মসৃণ করবে। তাছাড়া সামান্য গরম জলে বেকিং সোডা মিশিয়ে সপ্তাহে দুদিন হাতের ট্রিটমেন্ট করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।