Healthy Tips: ঘন ঘন কালশিটে পড়ছে! আপনি সুস্থ আছেন তো!

Frequent soreness

Healthy Tips: চলার পথে হঠাৎ করে পড়ে গেলে কিংবা কোথাও জোরে আঘাত লাগলে গায়ে কালশিটে পড়া খুবই স্বাভাবিক আমাদের সকলেরই এই ধরনের অভিজ্ঞতা রয়েছে সাধারণত রক্ত জমাট বেঁধে কালচে খয়েরী হয়ে পড়ে এবং সাথে ব্যথা থাকে যাকে আমরা কালশিটে বলে জানি।

Advertisements

তবে অনেক সময় কোথাও আঘাত না লাগলেও কালশিটে পড়ার একটা সমস্যা অনেকের মধ্যেই দেখা যায়। সকালে ঘুম থেকে উঠে হঠাৎ করেই দেখবেন আপনার শরীরের কোন এক অংশে কালশিটে পড়ে গিয়েছে যদিও আপনার কোথাও আঘাত লেগেছিল কিনা তা আপনার মনে নেই। এই ধরনের সমস্যার সম্মুখীন অনেকেই হন। তবে নিতান্তই সাধারণ ব্যাপার বলে বেশিরভাগ মানুষ এড়িয়ে যান বিষয়টি কিন্তু এই সমস্যা ডেকে আনতে পারে বড় বিপদ।

সাধারণত অ্যাসপিরিন জাতীয় ওষুধ রক্তকে জমাট বাঁধতে দেয় না। ফলে চামড়ার ওপরের অংশে রক্ত জমাট বাঁধতে শুরু করে এবং কালসিটে পড়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে যারা হৃদরোগে আক্রান্ত তাদের হৃদ যন্ত্রে যেন রক্ত সরবরাহ ঠিক পরিমাণে হয় সেই কারণে চিকিৎসকরা এ জাতীয় ওষুধ দেন। তবে ওষুধ ছাড়াই যদি আপনার এই ধরনের সমস্যা থাকে তাহলে শীঘ্রই চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

Advertisements

বিশেষজ্ঞরা আরো জানাচ্ছেন অতিরিক্ত মদ্যপানের ফলে আমাদের লিভার ঠিক মতো কাজ করতে পারেনা এবং লিভারের সমস্যা দেখা দিলে, কালশিটে পড়ার একটা প্রবণতা দেখা যায়। তাছাড়া রক্ত ক্যান্সার কিংবা অস্থিমজ্জার ক্যান্সারের ফলে এই ধরনের সমস্যা দেখা দেয়। তাছাড়া শরীরে পর্যাপ্ত ভিটামিনের অভাব এই ধরনের রোগ ডেকে আনতে পারে।