Solution for Vomiting: গাড়িতে চাপলেই বমি? হাতের কাছে রাখুন সামান্য জোয়ান

Relieve Car-Induced Vomiting with Ajwain: A Convenient Remedy to Keep on Hand

বাঙালি মানেই ভ্রমণ প্রেমী। আর অবসর পেলেই বেরিয়ে পড়া চাই। অন্যদিকে ভ্রমণের প্রথম সঙ্গী হল ট্রেন তবে সব জায়গায় ট্রেনে করে যাওয়া সম্ভব নয় সেক্ষেত্রে বাস কিংবা চার চাকা বেছে নিতেই হয়। কিন্তু অনেকেই আছেন যারা বাসে কিংবা চার চাকায় উঠলেই বমি করেন। পাহাড়ি অঞ্চলে গেলে এই সমস্যা আরও বেড়ে যায় সারা রাস্তা গা গোলাতে (Vomiting) থাকে, যার ফলে আনন্দ মাটি হয়ে যায়।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মূলত গাড়ির ভেতরের গ্যাস ধুলোবালি এবং পেট্রোল ও ডিজেল জাতীয় জ্বালানি দহনের ফলে এই সমস্যা হয় যাকে বলা হয় মোশন সিকনেস। গাড়ির গতির সাথে আমাদের মস্তিষ্ক খাপ খাওয়াতে পারে না এই ধরনের সমস্যা হতে থাকে অনেকে আবার এই সমস্যা থেকে নিস্তার পাওয়ার জন্য ওষুধ ব্যবহার করে যার ফলে সারা রাস্তা ঘুম ঘুম ভাব এবং ঝিমুনি দেখা যায় যার ফলে ঘুরতে যাওয়ার আনন্দ পুরোপুরি ভাবে বিফলে যায়।

   

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ধরনের সমস্যা থাকলে সামান্য কিছু ঘরোয়া টোটকাতেই মুক্তি মিলতে পারে। গাড়িতে যাত্রা করলে ব্যাগে রাখতে হবে এক টুকরো আদা আর গা গোলানো কিংবা মাথা ঘোরার মত সমস্যা দেখা দিলেই মুখে দিতে হবে এক টুকরো আদা। যার ফলে এই সমস্যা অনেকটাই কমে আসবে অন্য দিকে পুদিনা পাতাও খাওয়া যেতে পারে মোশন সিকনেসের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। তাছাড়া হাতের কাছে রাখতে পারেন জোয়ান লবঙ্গ কিংবা দারচিনি জাতীয় মুখশুদ্ধি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন