সারাদিন এসির হাওয়া খাচ্ছেন! ভুলেও করবেন না এই কাজ

সাময়িক বৃষ্টিতে স্বস্তি মিললেও আবারো রাজ্যের তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রী সেলসিয়াস। যার ফলে স্বাভাবিকভাবেই নাভিশ্বাস সাধারণ মানুষের। সকালে সূর্য উঠে থেকে শুরু করে বিকেলে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত গরমে টেকা দায় হয়ে উঠেছে।

AC Maintenance to Avoid Airborne

সাময়িক বৃষ্টিতে স্বস্তি মিললেও আবারো রাজ্যের তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রী সেলসিয়াস। যার ফলে স্বাভাবিকভাবেই নাভিশ্বাস সাধারণ মানুষের। সকালে সূর্য উঠে থেকে শুরু করে বিকেলে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত গরমে টেকা দায় হয়ে উঠেছে। তবে মধ্যবিত্ত সাধারণ মানুষ অবশ্য সিলিং ফ্যানের হাওয়া কাজে লাগিয়ে দিন পার করছে।

কারণ এসি কেনার ইচ্ছা থাকলেও দামের কথা ভেবে অনেকেই পিছু পা হন। শুধু দাম নয়, পাশাপাশি রয়েছে বিদ্যুৎ বিলের খরচ কারণ বেশি কিনলে বাড়ির বিদ্যুৎ বিল আগের থেকে অনেকটাই বেড়ে যায় সেটা অবশ্য আমরা সকলেই জানি। তবে কিভাবে এসি চালানো উচিত যার ফলে আপনার বাড়ির বিদ্যুত বিলে খুব বেশি একটা হেরফের হবে না সেটা আমরা কেউই জানিনা।

তাহলে জেনে নেওয়া যাক এসি চালানোর উপায় গুলি। প্রথমত প্রতিটি শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রে কোম্পানি সর্বনিম্ন তাপমাত্রা দেয় ১৮ কিমা ১৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকে ৩০ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস অনেকেই মনে করেন এসি সর্বনিম্ন তাপমাত্রা চালালে তাড়াতাড়ি ঘর ঠান্ডা করবে।

সেটা অবশ্য ঠিক কিন্তু তার সাথে বিদ্যুতের বিল অপচয় হবে অনেকটাই। তাই বিশেষজ্ঞরা বলছেন সে তো তার নিয়ন্ত্রিত চালানোর সঠিক নিয়ম কিংবা তাপমাত্রা হলো ২৪ ডিগ্রি থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রার মধ্যে যদি আপনার ঘরের এসি চলে তাহলে বিদ্যুতের বিল আগের থেকে অনেকটাই কমে আসবে একই সাথে ঘরের মধ্যে একটি ঠান্ডা আবহাওয়া তৈরি হবে।