Kolkata Police: কলকাতায় পুলিশ কিয়স্কের সামনে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ

শুক্রবার সকালে চাঞ্চল্য। কলকাতায় পুলিশ (kolkata Police) কিয়স্কের সামনে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ। রীতিমত আতঙ্কের পরিবেশ। সঙ্গে উঠছে শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্নও। জানা যাচ্ছে শুক্রবার…

শুক্রবার সকালে চাঞ্চল্য। কলকাতায় পুলিশ (kolkata Police) কিয়স্কের সামনে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ। রীতিমত আতঙ্কের পরিবেশ। সঙ্গে উঠছে শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্নও। জানা যাচ্ছে শুক্রবার সকাল ৮:৪৫ নাগাদ চিৎপুরে দুই যুবকের মধ্যে গন্ডগোল বাধে। এরপরই রাস্তাতেই এক যুবককে অপরজন কোপাতে শুরু করেন বলে অভিযোগ। জানা গিয়েছে যে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা হলুদ ট্যাক্সিতে ছিটকে যায় রক্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে নিহতের নাম শেখ দুলারা। ২৯ বছর বয়সী শেখ কাশীপুর রোড এলাকার বাসিন্দা।

ঘটনাস্থলের এক দোকানি তরুণ সাহা সংবাদমাধ্যমকে জানান অন্য এক জায়গায় ঝামেলা হয়েছে বলেই মনে হল। তারপরই এখানে হইহই। তারপরই উঁকি মেরে দেখি রক্ত পড়ে রয়েছে রাস্তায়। যে মারা গিয়েছেন, এখানকার ছেলে বলে তো মনে হল না।

ঘটনার তদন্ত শুরু করেছে চিৎপুর থানার পুলিশ, কী কারণে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে। পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে এসে পৌঁছয় লালবাজারের হোমিসাইড শাখাও। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়। অভিযোগ করা হচ্ছে ওই যুবককে নৃশংসভাবে কোপানো হয়েছে বলে অভিযোগ। শত্রুতার কারণে বা অন্য কোন কারণে এই নৃশংস ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ ইতিমধ্যেই স্থানীয়দের সঙ্গে কথা বলেছে। প্রকাশ্যে দিনের আলোয় এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।