Loksabah election 2024 : ভোট বয়কট করলেন মহিলারা! মালদহ উত্তরে অভিনব ঘটনা

ভোটের বাজারে এই অভিনব ছবি ধরা পড়ল মালদাহে। রীতিমতো জোট বেঁধে গ্রামের মহিলারা ভোট বয়কট করলেন। এই ভোট বয়কট নিয়েই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক…

women protest

ভোটের বাজারে এই অভিনব ছবি ধরা পড়ল মালদাহে। রীতিমতো জোট বেঁধে গ্রামের মহিলারা ভোট বয়কট করলেন। এই ভোট বয়কট নিয়েই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত হবিবপুরে মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের এই ছবিই প্রকাশ্যে এল। কিন্তু হঠাৎ ভোট বয়কট কেন? জানা গিয়েছে গ্রামে উন্নয়ন হয়নি! এত বছর ধরে গ্রামে না হয়েছে রাস্তা, না হয়েছে ব্রিজ। এমনই নানা অভিযোগ রয়েছে গ্রামবাসীদের।

সূত্র মারফৎ জানা গিয়েছে যে ভোটের দিন সাতসকালে একেবারে অন্য ছবি হবিবপুরের মঙ্গলপুরার ১২২ নং বুথের কাছে। গ্রামের মহিলারা সবাই মিলে ভোট বয়কট করেছেন।হাতে পোস্টার, হোর্ডিং। যতক্ষণ ভোট চলবে অর্থাৎ বিকেল ৫টা পর্যন্ত তাঁরা এভাবেই অনশনে চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। এই কেন্দ্রে রয়েছেন ১৩৮১ জন ভোটার। তাঁরা কেউই আজ ভোট দেবেন না বলে জানিয়েছেন। তবে সেক্টর অফিসার ঘটনাস্থলে গিয়ে তাঁদের বোঝানোর চেষ্টা করলেও তা বিফলে যায়।

   

মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের ১২২ নং বুথের প্রিসাইডিং, পোলিং অফিসাররা অপেক্ষা করলেও ভোট দিলেন না কেউই! এই বিষয়টি ইতিমধ্যেই নির্বাচন কমিশনের আওয়াধীন হয়েছে বলে জানা গিয়েছে। ভোটের মধ্যে এমন ঘটনা বেনজির বলে মনে করা হচ্ছে।