SSC: দুর্নীতি মামলায় প্রাক্তন উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই

শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে উপদেষ্টা কমিটির সদস্য এস পি সিনহাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই । মঙ্গলবার এমনটাই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাইকোর্ট জানায়,…

শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে উপদেষ্টা কমিটির সদস্য এস পি সিনহাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই । মঙ্গলবার এমনটাই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাইকোর্ট জানায়, তিনি শূন্যপদ নির্ধারণের দায়িত্বে ছিলেন। দুর্নীতিতে তাঁর গুরত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মনে করছি। অবিলম্বে এফআইআর দায়ের করতে হবে সিবিআইকে।

সেইসঙ্গে আদালত জানিয়েছে, আলোক সরকার(শিক্ষা দফতরের ডেপুটি ডিরেক্টর) কে ডেকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। শুধু তাই নয়, প্রয়োজনে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে। কমিটির বাকি তিন জনের ক্ষেত্রে এই মুহূর্তে আদালত কোন নির্দেশ জারি করছে না। ৯৮ চাকরিপ্রার্থীকে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারবে। এইজন্য সিবিআইকে সাহায্য করবে স্থানীয় পুলিশ ও সিআরপিএফ। বিশ্বব্রত বাসু মল্লিকের আবেদন মত রাজ্য সরকার নিজেদের খুশিমতো সেই আবেদন কে বাস্তবায়িত করতে পারবে।

সিবিআই যেভাবে পাঁচজনের বিরুদ্ধে তদন্ত করছে সেই তদন্ত চালিয়ে যেতে পারবে। কমিটির ৪ জনের সম্পত্তির হিসাব হলফনামার মাধ্যমে সোমবারের মধ্যে জমা করতে হবে। আলোক সরকারকে শুধু সিবিআই দফতরে যেতে হবে। বাকি তিনজনের যাওয়ার প্রয়োজনীয়তা নেই। সিবিআই মনে করলে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। বেআইনি নিয়োগ বাতিলের জন্য । আদালতের নির্দেশের প্রয়োজন আছে। ssc নিয়ম অনুযায়ী রাজ্যের সেই ক্ষমতা।