লুক আউট নোটিশ জেনেও কেন ভারত ছাড়তে মরিয়া অভিষেকের স্ত্রী রুজিরা?

ভারতীয়-থাইল্যান্ডীয় নাগরিক রুজিরা নারুলা ব্যানার্জিকে (Rujira Banerjee) কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) আটক করেন অভিবাসন বিভাগের কর্মীরা। তাঁকে আটক করার পরই তীব্র চাঞ্চল্য। কারণ তৃণমূল কংগ্রেস…

Abhisekh banerjee wife Rujira banerjee

ভারতীয়-থাইল্যান্ডীয় নাগরিক রুজিরা নারুলা ব্যানার্জিকে (Rujira Banerjee) কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) আটক করেন অভিবাসন বিভাগের কর্মীরা। তাঁকে আটক করার পরই তীব্র চাঞ্চল্য। কারণ তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা। তাঁর ভারত ত্যাগে নিষেধাজ্ঞা জারি রয়েছে বলেই জানা যাচ্ছে। সেই নিষেধাজ্ঞার কারণে রুজিরাকে বিমানবন্দরেই আটকে দেওয়া হয়। চলে জিজ্ঞাসাবাদ।

জানা গিয়েছে রুজিরা ব্যানার্জি কলকাতা থেকে সংযুক্ত আরব আমিরশাহীর শহর দুবাই যেতে চাইছিলেন। সোমবার ভোরে তিনি বিমান বন্দরে আসেন। আচমকা রুজিরার দুবাই যাত্রা কেন? উঠছে প্রশ্ন। দুবাই থেকে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা ছিল রুজিরার? তিনি কি থাইল্যান্ড যেতে চাইছিলেন? এমন প্রশ্ন উঠছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বাধিক ঘনিষ্ঠ পারিবারিক বৃত্তে থাকা রুজিরা ব্যানার্জির উপর লুক আউট নোটিশ জারি আছে। এই নোটিশের কারণে তিনি ভারত ত্যাগ করতে পারবেন না। তদন্তের স্বার্থে ইডি এই নোটিশ দিয়ে রেখেছে। কয়লা কেলেঙ্কারির তদন্তে রুজিরার জেরা হয়েছে। তেমনই জেরার মুখে পড়েছেন অভিষেক। এর পাশাপাশি নিয়োগ দুর্নীতির তদন্তেও অভিষেককে জেরা করেছে সিবিআই। তিনি রক্ষাকবচ পাননি। ফের তাঁকে জেরা করা হবে এমনই সম্ভাবনা বাড়ছে।

অভিষেকের স্ত্রী রুজিরা ব্যানার্জির বোন মেনকা গম্ভীরকেও এর আগে জেরা করা হয়েছে। রুজিরা ও মেনকা দুজনেই ইডি ও কেন্দ্রীয় এজেন্সির মুখোমুখি হয়েছিলেন। এর পরেই দুজনকে ভারত ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়।

তবে কেন রুজিরা দুবাই যাচ্ছিলেন? জানা যাচ্ছে, ইডি যে মামলায় রুজিরার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছিল সেটি কার্যকরী নয়। এই মামলায় রক্ষাকবচ আছে। সেই কারণে রুজিরাকে আটকে দেন অভিবাসন বিভাগের কর্মীরা। এর জেরে বিতর্ক।