West Bengal: ২০১৮ সালের বাসভাড়ার তালিকা না মানলে ব্যবস্থা নেবে সরকার-পরিবহন মন্ত্রী

বাড়ছে না বাসের ভাড়া। সমস্ত বেসরকারি বাসে ২০১৮ সালের ভাড়ার তালিকা টাঙাতে হবে। নির্দেশ না মানলে সেই বাস মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পশ্চিমবঙ্গ (West Bengal) সরকার।

West Bengal Transport Minister warns of consequences for not following 2018 bus fare list

বাড়ছে না বাসের ভাড়া। সমস্ত বেসরকারি বাসে ২০১৮ সালের ভাড়ার তালিকা টাঙাতে হবে। নির্দেশ না মানলে সেই বাস মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পশ্চিমবঙ্গ (West Bengal) সরকার। শুক্রবার বেসরকারি বাসমালিকদের সঙ্গে বৈঠক শেষে একথা পরিষ্কারভাবে জানিয়ে দিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

তিনি বলেন, ”এখনই বাসের ভাড়া বাড়ানোর সম্ভাবনা নেই। ২০১৮ সালের সরকার নির্ধারিত ভাড়াই নিতে হবে। বেআইনিভাবে বাড়তি ভাড়া নেওয়া যাবে না।” পাশাপাশি প্রত্যেক বাসে ফেয়ার চার্ট টাঙাতে হবে বলেও জানিয়ে দেন তিনি।

এদিন বেসরকারি বাস, অ্যাপ ক্যাব সংগঠনের প্রতিনিধিরা পরিবহণমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান। বাস মালিকদের মূল দাবি, ভাড়াবৃদ্ধি। রাস্তায় গাড়ির জরিমানার পরিমাণও কমানোর দাবি জানিয়েছেন তাঁরা।

সিটি সাবার্বান বাস সার্ভিসেসের সাধারণ সম্পাদক টিটু সাহা বলেন, ”সরকার আমাদের বিষয়ে সদর্থক পদক্ষেপ না নিলে বাস এমনিই বসে যাবে।”
মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, ”তিন সপ্তাহ দেখব। সরকার ভাড়া না বাড়ালে তারপর থেকে বাস-মিনিবাস রাস্তায় নামবে না।”

এদিকে অ্যাপ ক্যাব নিয়েও একাধিক অভিযোগ জানায় ক্যাব সংগঠনগুলো। সূত্রের খবর, সরকার এবার অ্যাপ নিয়ে আসবে। তাতে ভাড়া কিছুটা কম হবে। ওই অ্যাপে হলুদ ট্যাক্সিও শামিল হতে পারবে।

মন্ত্রী বলেন, ”সরকার যে অ্যাপ ক্যাব আনবে, সেখানে যে কেউ গাড়ি নামাতে পারবে। গতিধারায় যাঁরা গাড়ি পেয়েছেন, তাঁদের পাশাপাশি হলুদ ট্যাক্সিও থাকবে। আমরা চাই সাধারণ মানুষ ভাল পরিষেবা পাক।”