Sai Baba temple: অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল মহারাষ্ট্রের শিরডি সাঁই বাবার মন্দির

মহারাষ্ট্রের শিরডি সাঁই বাবার মন্দির (Sai Baba temple ) অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা করা হল। আগামী ১ মে থেকে এই মন্দিরের দ্বার বন্ধ রাখা হবে বলে মন্দির ট্রাস্টের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

Large pile of coins offered by Pranami devotees causing trouble for Saibaba Mandir Trust in Shirdi.

মহারাষ্ট্রের শিরডি সাঁই বাবার মন্দির (Sai Baba temple) অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা করা হল। আগামী ১ মে থেকে এই মন্দিরের দ্বার বন্ধ রাখা হবে বলে মন্দির ট্রাস্টের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

জানা যাচ্ছে, শিরডি সাঁই বাবার মন্দিরের নিরাপত্তার জন্য এবার থেকে CISF মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এই সিদ্ধান্তে তীব্র আপত্তি তুলেছে সাঁই বাবা মন্দির ট্রাস্ট। এর জন্য অনির্দিষ্টকালের জন্য মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

   

বর্তমানে রাজ্য পুলিশ এই মন্দিরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে। এই মন্দিরকেই সাঁই বাবার মূল মন্দির হিসেবে চিহ্নিত করা হয়। শিরডি সাঁই বাবা সনাতন ট্রাস্ট এই মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। এই ট্রাস্টের মাধ্যমেই সাঁই বাবার মন্দির চত্বর থেকে এলাকায় স্কুল-কলেজে বিনামূল্যে খাবার দান করা হয়।

সাঁই বাবা মন্দিরের ট্রাস্ট কমিটির বক্তব্য, নির্দিষ্টি কিছু নিরাপত্তা ব্যবস্থা, নির্দিষ্ট ধর্মীয় রীতি রয়েছে শিরডিতে। যা CISF-এর পক্ষে বোঝা সম্ভব নয়।
ফলে কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতায় মন্দির আপাতত বন্ধ রাখা কথা ঘোষণা করেছে ট্রাস্ট। যতক্ষণ না পর্যন্ত ট্রাস্টের দাবি মানা হচ্ছে এবং মন্দিরের নিরাপত্তা নিয়ে পরবর্তী কোনও সিদ্ধান্ত হচ্ছে, ততক্ষণ মন্দিরের দ্বার বন্ধই থাকবে।

স্থানীয় ভক্তদের মধ্যে এই মন্দির বন্ধের ঘোষণা বড় প্রভাব ফেলেছে। দেশের নানা প্রান্ত থেকে সাঁই বাবার মন্দির দর্শনে আসা ভক্তরাও হতাশ। শিরডি সাঁই বাবার মন্দির চত্বরের খাবারের দোকান, ফুল-মিষ্টির ঠেলা রয়েছে।

মন্দির বন্ধের সিদ্ধান্তে এই দোকানগুলির ঝাঁপও বন্ধ থাকবে। ফলে প্রচুর টাকা ক্ষতি হবে দোকানিদের। ট্রাস্টের এই ঘোষণায় বড় প্রভাব পড়তে চলেছে শিরডি তথা মহারাষ্ট্রের পর্যটনেও।