Weather Update: সকাল থেকেই স্বস্তির আবহাওয়া উপভোগ বঙ্গবাসীর, বিকেলেও বৃষ্টির পূর্বাভাস

শনিবার সকাল থেকেই মেঘলা আকাশ, সঙ্গে দিনের তাপমাত্রাও অনেকটা কমেছে। স্বস্তির আবহাওয়া এই ম্যহূর্তে বঙ্গে। আলিপুর আবহাওয়া সূত্রে জানা গিয়েছে আজ রাজ্যে বিকেল পর্যন্ত বজায়…

শনিবার সকাল থেকেই মেঘলা আকাশ, সঙ্গে দিনের তাপমাত্রাও অনেকটা কমেছে। স্বস্তির আবহাওয়া এই ম্যহূর্তে বঙ্গে। আলিপুর আবহাওয়া সূত্রে জানা গিয়েছে আজ রাজ্যে বিকেল পর্যন্ত বজায় থাকবে ঝোড়ো হাওয়া। সঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাসও।

রবিবার থেকে তাপমাত্রা বাড়বে, বৃষ্টির সম্ভাবনা খুবই কম। আগামী তিন দিন রাজ্যে তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে। এরপর বৃহস্পতিবার ফের রয়েছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

কালবৈশাখির ফলে শুক্রবার রাতের তাপমাত্রা ছিল ২২.৮ ডেগ্রি সেলসিয়াস। ওইদিন শুক্রবার আলিপুরে বৃষ্টির পরিমাণ ৬.৮ মিলিমিটার।

আলিপুর আবহাওয়া সূত্রে জানা গিয়েছে আজ উত্তরবঙ্গের পাঁচ জেলায় ছালকা বৃষ্টির সতর্কতা রয়েছে। ঝড়-বৃষ্টির পরেস্থিতে রাজ্যে জারি থাকবে শনিবার পর্যন্ত। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রবিবার থেকে বঙ্গে বাড়বে তাপমাত্রা। এই পরিস্থিতি বজায় থাকবে বুধবার অবধি। উত্তরবঙ্গে ৫ জেলাতেই রয়েছে হালকা বৃষ্টির পূর্বাভাস।

দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। সঙ্গে বইতে পারে দমকা ঝড়ো হাওয়া। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি ও গরম। বিকেলের দিকে ঝড় হতে পারে। এছাড়াও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।

অন্যদিকে, আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টি হবে আসাম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরাতে।