DA movement: আন্দোলনকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল নবান্ন

বাজেট অধিবেশনে বর্ধিত ৩ শতাংশ ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার৷ সরকারের এই ঘোষণা সরকারি কর্মচারীদের আন্দোলনে (DA movement) ঘৃতাহুতি দি

government employees

বাজেট অধিবেশনে বর্ধিত ৩ শতাংশ ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার৷ সরকারের এই ঘোষণা সরকারি কর্মচারীদের আন্দোলনে (DA movement) ঘৃতাহুতি দিয়েছে। আগামী সোম ও মঙ্গলবার ৪৮ ঘন্টা কর্মবিরতির কথা ঘোষণা করা হয়েছে আন্দোলনকারীদের তরফে৷ এবার তা রুখতে কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার৷

নবান্নের তরফে জানানো হয়েছে, আগামী সোমবার এবং মঙ্গলবার অফিসে আসতেই হবে সরকারি কর্মীদের। ওই দু’দিন কর্মবিরতিতে অংশগ্রহণ করলে কড়া পদক্ষেপ করা হবে। কর্মজীবন থেকে একদিনে বাতিল করা হবে। এখানেই শেষ নয়, যারা ওই দিন আসবেন না, তাঁদের শো-কজ অবধি করা হতে পারে। এমন কাটা হতে পারে বেতন৷

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

যদি পরিজন অথবা নিজে অসুস্থ হয়ে পড়েন বা কাউকে হাসপাতালে ভর্তি করানো হয়, বা কোনও ব্যক্তির বাড়ির কোনও মারা যান, সেই পরিস্থিতিতে উপযুক্ত কাগজপত্র দেখালে ছুটি মঞ্জুর হবে। তবে কোনওভাবেই পূর্ণ দিবস অথবা হাফছুটি নেওয়া যাবে না৷ যাঁরা ১৭ তারিখ ছুটি নিয়েছেন, তাঁদের অবশ্যই ২০ তারিখ কাজে যোগ দিতে হবে।

একইসঙ্গে জানানো হয়েছে, শারীরিক অসুস্থতার কারণে কোনও ব্যক্তি ১৭ তারিখের আগে থেকে ছুটিতে থাকেন, তাঁদের ক্ষেত্রে এই নির্দেশিকা থাকছে না। পাশাপাশি ১৭ তারিখের মধ্যে যে সব সরকারি কর্মচারীর চাইল্ড কেয়ার লিভ, ম্যাটারনিটি লিভ, মেডিক্যাল লিভ বা আর্নড লিভ অনুমোদন পেয়ে গিয়েছে, তাঁদেরও এই কড়াকড়ির মধ্যে পড়তে হবে না।

যদিও এবিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে, ডিএ নিয়ে বঞ্চনা বেড়েই চলেছে৷ সরকার এখন হাত গুটিয়ে বসে রয়েছে। কর্মীরা ২১-২২ দিন ধরে অবস্থান বিক্ষোভ করছেন কর্মীরা। একবারও তাঁদের সঙ্গে কথা বলেনি সরকার। এখন স্পষ্ট বোঝা যাচ্ছে, সরকার আসলে ভয় পাচ্ছে। আন্দোলন যাতে বড় আকার নিতে না পারে, সেই কারণেই এই ধরনের রাষ্ট্রীয় সন্ত্রাসের দেখা মিলল।