West Bengal SSC Scam: সিবিআইয়ের সামনে খারাপ দিন আসছে, বিচারপতির মন্তব্যে তীব্র শোরগোল

314
abhijit ganguly
Advertisements

West Bengal SSC Scam: সিবিআই (CBI) কল্পনাও করতে পারবে না তাদের সামনে কতটা খারাপ দিন আসছে। ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) এমন মন্তব্যে ফের শোরগোল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জন্য কতটা খারাপ দিন আসছে তা খোলসা করেননি বিচারপতি।

সিবিআইয়ের তদন্ত নিয়ে মোটেই সন্তুষ্ট নন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি সিবিআইয়ের সিটে বদল করে নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এবার সিবিআইয়ের প্রত্যেক অফিসারের সম্পত্তির হলফনামা চাইলেন বিচারপতি। তদন্তকারী সংস্থার ভূমিকা প্রবল ক্ষুব্ধ হয়ে কড়া পদক্ষেপ নিলেন।

Advertisements

তদন্তকারী সংস্থার বিরুদ্ধে কার্যত হুঁশিয়ারি দিয়েই বলেন, সিবিআই কল্পনাও করতে পারবে না তাদের সামনে কতটা খারাপ দিন আসতে চলেছে। শুধুমাত্র সিবিআই তদন্তকারী অফিসারদের নয়, সিট থেকে সদ্য পরিবর্তিত সোমনাথ বিশ্বাসের হলফনামা চেয়েছেন বিচারপতি। কেন সিবিআইয়ের তদন্তকারী অফিসারদের সম্পত্তির হলফনাম চাওয়া হল তা স্পষ্ট করে জানাননি বিচারপতি।

Advertisements

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, সারা পশ্চিমবঙ্গের লোক তাকিয়ে রয়েছে। আপনারা ইয়ার্কি মারছেন? সোমনাথ বিশ্বাসের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের প্রয়োজন রয়েছে বলে মত দেন বিচারপতি। এমনকি সিবিআইয়ের পরিবর্তে ইংল্যান্ডের এমআই ফাইভের ওপর ভরসা করতে হবে বলে জানান। সম্প্রতি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের সিট থেকে তদন্তকারী অফিসার সোমনাথ বিশ্বাসকে সরিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সোমনাথ বিশ্বাসের পরিবর্তে নতুন তদন্তকারী অফিসারের নাম আদালতকে জানানোর নির্দেশ দিয়েছিলেন।

Advertisements