২৪ ঘন্টায় ফের আবহাওয়া বদল, সপ্তাহের শুরুতেই রোদ ঝলমল আকাশ

জানুয়ারির শেষে এসেও শীতের দাপট অটুট৷ ২০২৩-এর শেষ থেকে নতুন বছরের এখনও পর্যন্ত বেশ ঠান্ডা উপভোগ করেছে উত্তর সহ দক্ষিণবঙ্গ৷ টানা কয়েকদিন ধরে সকালে ঘোর…

জানুয়ারির শেষে এসেও শীতের দাপট অটুট৷ ২০২৩-এর শেষ থেকে নতুন বছরের এখনও পর্যন্ত বেশ ঠান্ডা উপভোগ করেছে উত্তর সহ দক্ষিণবঙ্গ৷ টানা কয়েকদিন ধরে সকালে ঘোর কুয়াশা আর বেলায় মেঘলা আবহাওয়ার দেখা মিলেছে৷ তবে এবার তাপমাত্রা কিছুটা বাড়বে৷ জাঁকিয়ে শীত অনুভূত না হলেও আমেজ থাকবে৷ এমনটাই জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে৷

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, ৩১ জানুয়ারি অর্থাৎ বুধবার পর্যন্ত বৃষ্টি হবে উত্তরবঙ্গের কিছু জেলায়৷ তবে সোমবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় ফের আবহাওয়ার বদল হবে৷ কলকাতাসহ দক্ষিণবঙ্গে মনোরম পরিবেশ বজায় থাকবে৷ অন্যদিকে আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে৷

আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গে ফের নামবে পারদ৷ ইতিমধ্যে বৃহস্পতিবার মরশুমের শীতলতম দিন হিসেবে রেকর্ড হয়েছে উত্তরবঙ্গের তাপমাত্রা৷ ঠান্ডার প্রকোপ এখনই কমছে না৷ শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস৷ শিলিগুড়ির তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস৷

দার্জিলিং-এ তাপমাত্রা নেমেছে ৫ ডিগ্রিতে৷ কালিম্পং-এ তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস৷ শুক্রবার জলপাইগুড়ির আকাশ সকাল থেকে ঘন কুয়াশায় ঢাকা ছিল৷ সর্বোনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস৷ ডুয়ার্সে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস৷ আলিপুরদুয়ারে তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস৷