সোমবার সকাল থেকেই ঠান্ডা অনেকটা কম অনুভূত হচ্ছে। মঙ্গলবারও সেই ধারা বজায় থাকল। তবে এবছর ভালোই ব্যাটিং করছে শীত। এবার শীতের সঙ্গে দোসর হয়ে আসছে বৃষ্টি। আজ থেকে বাংলার একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল (Weather Update) হাওয়া অফিস।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বৃষ্টির সম্ভাবনা বেশি বুধ ও বৃহস্পতিবার। আগামী কয়েকদিন মেঘলা আকাশ থাকবে।বঙ্গোপসাগরে তৈরি হবে একটি উচ্চচাপ বলয়। সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। তার জেরেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। অন্যদিকে, ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এই দুইয়ের প্রভাবে হতে পারে বাংলায় অকাল বৃষ্টি।
৩০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে হাওয়া অফিসের তরফে। মঙ্গলবার বৃষ্টি হবে পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর ২৪ পরগনায়। বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা থাকছে বেলার দিকে। এছাড়া ৩১ তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ,বীরভূম এবং অন্যান্য জেলায়। কলকাতাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২ ফেব্রুয়ারি নদিয়া ও সংলগ্ন জেলাগুলোতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
উত্তরে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির দাপট বাড়বে বুধবার থেকে।
২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম কোনও বৃদ্ধি না হলেও, তারপর থেকে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে কলকাতার তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।