মহিলা সরকারি কর্মীদের দাবি মেনে নিল কেন্দ্র। এখন তাঁরা পারিবারিক পেনশনের (Pension) জন্য পুত্র ও কন্যাকে মনোনীত করতে পারবেন। সোমবার জারি করা এক সরকারি বিবৃতি অনুযায়ী, কেন্দ্র মহিলা কর্মীদের স্বামীর পরিবর্তে পারিবারিক পেনশনের জন্য তাদের ছেলে বা মেয়েকে মনোনীত করার অনুমতি দিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে যে, আগে মৃত সরকারি কর্মচারী বা পেনশনভোগীর স্বামী অথবা স্ত্রীকে পারিবারিক পেনশন দেওয়া হত। তাঁর মৃত্যুর পর পরিবারের অন্যান্য যোগ্য সদস্য পেনশন পেতে পারতেন। কিন্তু, এবার মহিলা কর্মীরা স্বামীর বদলে সন্তানকেও পেনশনের জন্য মনোনীত করতে পারবেন।
কেন্দ্রীয় কর্মি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, পেনশনভোগী কল্যাণ বিভাগ (DoPPW) কেন্দ্রীয় সিভিল সার্ভিসেস (পেনশন) বিধিমালা, ২০২১-এ সংশোধন হয়েছে, যেখানে মহিলা সরকারী কর্মচারী বা পেনশনভোগীরা তাদের যোগ্য ব্যক্তিদের পারিবারিক পেনশন প্রদানের অনুমতি দিতে পারবে।তিনি বলেন, বৈবাহিক কলহের কারণে বিবাহবিচ্ছেদের মামলা বা গার্হস্থ্য হিংসা থেকে মহিলাদের সুরক্ষা আইন, পণপ্রথা নিষিদ্ধকরণ আইন বা ভারতীয় দণ্ডবিধির মতো আইনে মামলা দায়ের করা হলে এই সংশোধনী সেই পরিস্থিতিগুলির সমাধান করবে।
পেনশনভোগী কল্যাণ বিভাগ (DoPPW) বলেছে, মহিলা সরকারি কর্মচারী বা পেনশনভোগীকে সংশ্লিষ্ট অফিস প্রধানের কাছে লিখিত অনুরোধ জানাতে হবে যে চলমান মেয়াদে তাঁর মৃত্যুর ঘটনা ঘটলে, তাঁর যোগ্য সন্তান/সন্তানদের আগে পারিবারিক পেনশন প্রদান করতে হবে।
স্বামীও পারিবারিক পেনশন পাওয়ার যোগ্য হবেন তবে সেক্ষেত্রে সরকারি নির্দেশিকায় বলা হয়েছে যে, মহিলা কর্মচারী পারিবারিক পেনশন প্রাপক হিসাবে সন্তানদের মনোনীত করলেও কিছু ক্ষেত্রে তাঁর স্বামীই পাবেন। যেমন, মহিলা সরকারি কর্মীর যদি স্বামী বেঁচে থাকেন এবং তাঁর যোগ্য সন্তান না থাকে তাহলে স্বামীই পারিবারিক পেনশন পাবে। আার মহিলার সন্তান যদি নাবালক হয় বা মানসিক ব্যাধিতে আক্রান্ত হয় এবং ওই শিশুর অভিভাবক বাবা হন, তাহলে তিনিই পারিবারিক পেনশন পাবেন। তবে সন্তান সাবালক হওয়ার পর এবং সে যোগ্য থাকলে সরাসরি পারিবারিক পেনশন তাকে দেওয়া হবে।