সপ্তাহের দ্বিতীয় কর্মব্যস্ত দিনেই বদলে গেল বাংলার আবহাওয়া (Weather Update)। আলিপুর আবহাওয়া দফতর থেকে শুরু করে আইএমডি জানিয়েছে, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থানরত নিম্নচাপের প্রভাবে আগামী ৩ দিন পূর্ব ও পূর্ব-মধ্য ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এই বৃষ্টিতে ইতিমধ্যে বেহাল দশা হয়েছে বাংলার।
আগামী কয়েকদিন বাংলার আরও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। আজ মঙ্গলবার সকাল থেকেই কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ। ভোরের দিকে কয়েক পশলা বৃষ্টিও হয়ে গিয়েছে। তবে বেলা যত এগোবে ততই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে খবর। আলিপুর আবহাওয়া দফতর যে বুলেটিন জারি করেছে সেটা অনুযায়ী, মঙ্গলবার দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদীয়া, পূর্ব বর্ধমান ও কলকাতায় ভারী বৃষ্টি হবে। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমান, এই তিন জেলা।
আজ কলকাতা শহরে কালো মেঘের ঘনঘটা বিরাজ করবে। সেইসঙ্গে হবে বৃষ্টিও। আজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। লাগাতার বৃষ্টির কারণে শহর সহ বিভিন্ন জেলার পারদও বেশ খানিক্টা কমেছে। ফলে স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ।
অন্যদিকে ভারী বৃষ্টির হাত থেকে রেহাই পাবে না উত্তরবঙ্গও। যেমন আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায়। তবে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়।
এছাড়া আগামী ২-৩ দিনের মধ্যে কেরল, তামিলনাড়ু এবং লাক্ষাদ্বীপে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
(i) Low Pressure Area over south Bangladesh likely to cause heavy to very heavy rainfall over East & Eastcentral India during next 3 days.
(ii) Isolated heavy to very heavy rainfall very likely over Kerala, Tamil Nadu and Lakshadweep during next 2-3 days. pic.twitter.com/40BUeRRHin— India Meteorological Department (@Indiametdept) August 19, 2024