Weather Update: আরও বাড়বে তাপমাত্রা, কবে থেকে জাঁকিয়ে শীত জানাল হাওয়া অফিস

নতুন বছরের আগমন হলেও হাড় কাঁপানো ঠান্ডার টের পায়নি রাজ্যবাসী। ভরা পৌষেও বঙ্গবাসীকে নিরাশ করেছে শীত। তবে মকর সংক্রান্তির আগে শুরু হবে শীতের ঝোড়ো ব্যাটিং(Weather…

নতুন বছরের আগমন হলেও হাড় কাঁপানো ঠান্ডার টের পায়নি রাজ্যবাসী। ভরা পৌষেও বঙ্গবাসীকে নিরাশ করেছে শীত। তবে মকর সংক্রান্তির আগে শুরু হবে শীতের ঝোড়ো ব্যাটিং(Weather Update)।এমনটাই পূর্বাভাস দিল হাওয়া অফিস। ১০ তারিখের পর তাপমাত্রা অনেকটাই কমতে পারে।

নতুন করে জাঁকিয়ে শীতের স্পেল আগামী সপ্তাহে। আগামী দু-তিন দিনে আরও একটু বাড়বে তাপমাত্রা। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ কলকাতায় আবহাওয়া শুষ্ক থাকবে। কলকাতায় তাপমাত্রা ১৫ ডিগ্রির ওপরেই থাকবে। বেলা বাড়লে রোদে গরম বাড়তে পারে। কলকাতায় আজ, সকালে হালকা মাঝারি কুয়াশা ও ধোঁয়াশা। পরে আংশিক মেঘলা আকাশ। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী দু’দিনে আরও একটু তাপমাত্রা বাড়বে। এ সপ্তাহেই ১৭-১৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে কলকাতার তাপমাত্রা।

পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হওয়ার সংঘাতে হালকা বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও নদিয়া জেলায়। দক্ষিণবঙ্গের দুই জেলাতে আজ, শনিবার হালকা বৃষ্টির পূর্বাভাস।

অপরদিকে বালুরঘাট থেকে কোচবিহার কাঁপছে ঠান্ডায়।দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা। সিকিমে বৃষ্টি ও তুষারপাত হচ্ছে। তার প্রভাব পড়েছে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। বৃষ্টি হবে দার্জিলিং এবং কালিম্পং-সহ উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়।

শিলিগুড়িতে রোদ, সঙ্গে উত্তুরে হাওয়া, পাশাপাশি থাকবে কনকন ঠাণ্ডা। তাপমাত্রা থাকবে ১১-১২ ডিগ্রি। বিকেলের পর ফের নামবে পারদ। ঠান্ডায় কাঁপছে শৈলশহর দার্জিলিংও। তাপমাত্রা ৬-৭ ডিগ্রি।