Weather Update: স্বাভাবিকের নীচে নামল তাপমাত্রা

নিউজ ডেস্ক : সোমবারের থেকে মঙ্গলবার তাপমাত্রা আরও নীচে নামল। সোমবার কলকাতার ন্যূনতম তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তা প্রায় ১ ডিগ্রি কমে হয়েছে…

winter

নিউজ ডেস্ক : সোমবারের থেকে মঙ্গলবার তাপমাত্রা আরও নীচে নামল। সোমবার কলকাতার ন্যূনতম তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তা প্রায় ১ ডিগ্রি কমে হয়েছে ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। এদিন এমনটাই জানিয়েছে আবহাওয়া (Weather) দফতর।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু-একদিনে তাপমাত্রা আরও ১-২ ডিগ্রি সেলসিয়াস কমবে। ১৫ ডিগ্রির নীচেই থাকতে চলেছে তাপমাত্রা। জেলাগুলিতে তাপমাত্রা থাকবে আরও ২-৩ ডিগ্রি কম। দিনের তাপমাত্রাও তেমন বাড়বে না। এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাত্‍ ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, হিমালয় সংলগ্ন জেলাগুলিতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। এছাড়াও রাতের তাপমাত্রা সামান্য কমবে বলেও জানানো হয়েছে। তবে বৃহস্পতিবার থেকে ২ থেকে ৩ দিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেই জানা গিয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কিছু জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। অন্যদিকে রাতের তাপমাত্রাও কিছুটা কমার পূর্বাভাস দেওয়া হয়েছে।

এ বছর সময়মতো শীতের ইনিংস শুরু হলেও বারবার বাধা পেয়েছে তার পথচলা। বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়িয়েছিল। যার জেরে আকাশ মেঘলা থেকেছে। উত্তুরে হাওয়ার গতিপথ স্তব্ধ হয়েছিল। স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা ছিল বেশি। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, নতুন করে পারদ পতন না হলেও আগামী কয়েক দিন বজায় থাকবে এই ঠান্ডা। আগামী সপ্তাহ থেকে ঠান্ডা আরও বাড়তে পারে। আগামী কয়েকদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।