Weather: মেঘলা আকাশ, ঝেঁপে নামল বৃষ্টি

অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভিজল তিলোত্তমা। শুক্রবার দুপুর ৩:৩০টের মধ্যে কলকাতার বেশ কয়েকটি জায়গায় ঝোড়ো হাওয়ার সঙ্গে নামে বৃষ্টি। বইছে ঠাণ্ডা হাওয়া। প্রশ্ন উঠছে যে তাহলে…

অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভিজল তিলোত্তমা। শুক্রবার দুপুর ৩:৩০টের মধ্যে কলকাতার বেশ কয়েকটি জায়গায় ঝোড়ো হাওয়ার সঙ্গে নামে বৃষ্টি। বইছে ঠাণ্ডা হাওয়া। প্রশ্ন উঠছে যে তাহলে কি এবার দক্ষিণেও বর্ষার আগমন ঘটল?

এই বৃষ্টি প্রাক বর্ষার বৃষ্টি বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির কারণে শহরে যানজট হতে পারে। শুক্রবার সন্ধেবেলায় কলকাতা এবং দুই ২৪ পরগনা ভিজবে বলে আগাম ঘোষণা করেছে আলিপুরের হাওয়া অফিস। মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়ার পাশাপাশি আলিপুর জানিয়েছে, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

   

 

হাওয়া অফিস জানিয়েছে, আগামী রবিবার বা সোমবারের মধ্যে বর্ষা ঢুকে পড়বে৷ ইতিমধ্যেই বর্ষার জেরে প্রবল বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে৷ সতর্কতা জারি হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায়৷