Weather update: ভ্যাপসা গরমে শহরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

নিউজ ডেস্ক: ভ্যাপসা গরম থাকছে কলকাতায়। মাঝে মাঝেই মেঘলা হয়ে যাচ্ছে আকাশ। সঙ্গে বেলার দিকে প্রত্যেক দিনই অল্প বৃষ্টি হচ্ছে। হাওয়া অফিস বলছে যে আপাতত…

Weather update

নিউজ ডেস্ক: ভ্যাপসা গরম থাকছে কলকাতায়। মাঝে মাঝেই মেঘলা হয়ে যাচ্ছে আকাশ। সঙ্গে বেলার দিকে প্রত্যেক দিনই অল্প বৃষ্টি হচ্ছে। হাওয়া অফিস বলছে যে আপাতত ভয়ঙ্কর বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। বড় কোনও সিস্টেম তৈরি হয়নি।

তবে দু-এক পশলা বৃষ্টি হতেই পারে। যেমন মঙ্গলবারের মতো বুধবার হঠাৎ করেই কলকাতা-সহ বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়। সৌজন্যে উড়ো মেঘ।

এর পিছনে বাতাসের অতিরিক্ত আর্দ্রতাকেই দায়ী করছেন আবহবিদেরা। তাঁরা বলছেন, বাতাসের জলীয় বাষ্প দ্রুত গরম হয়ে বায়ুমণ্ডলের উপরের স্তরে উঠছে এবং ঘনীভূত হয়ে বজ্রগর্ভ মেঘ তৈরি করছে। তা থেকেই স্থানীয় ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হচ্ছে। কিন্তু তা একটানা হবে না।

বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৫৯ শতাংশ। বৃষ্টি হয়নি।

বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৬২ শতাংশ। বৃষ্টি হয় ০.৪ মিলিমিটার।

মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ, সর্বনিম্ন ৬৭ শতাংশ।