Weather Today: শীত নেই, বলে দিল হাওয়া মোরগ

Winter Update of West Bengal

আরও বাড়ল কলকাতা-সহ জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা (Weather Today) । রবিবার আবহাওয়া দফতরের তরফে তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস দেওয়া হয়েছিল। পৌষ সংক্রান্তির আগে আদৌ কি শীত ফিরবে, তা নিয়েই সাধারণ মানুষের মনে সংশয় তৈরি হয়েছে।

Advertisements

সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকলেও সবকটি জেলারই কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের মতোই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তবে জেলাগুলির কোথাও না কোথা হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস এদিনের পরে আগামী ৪৮ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পাবে। তবে তারপরের দু’দিনে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

Advertisements

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকলেও ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৪৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোথাও বৃষ্টিপাত হয়নি।