Bangladesh: টানা চতুর্থবার ক্ষমতায় হাসিনা, বিরোধীপক্ষ ‘নির্দল’রা সরকারে ঢুকতে মরিয়া

নির্দলরাই আসন সংখ্যার বিচারে বাংলাদেশ (Bangladesh) জাতীয় সংসদের বিরোধীপক্ষ। রবিবার ভোট শেষে গণনা শুরুর পর সোমবার যে তথ্য আসছে তাতে নব্বই শতাংশ আসনে জয়ী আওয়ামী…

নির্দলরাই আসন সংখ্যার বিচারে বাংলাদেশ (Bangladesh) জাতীয় সংসদের বিরোধীপক্ষ। রবিবার ভোট শেষে গণনা শুরুর পর সোমবার যে তথ্য আসছে তাতে নব্বই শতাংশ আসনে জয়ী আওয়ামী লীগ। একক গরিষ্ঠতার থেকেও বেশি। আর আসনপ্রাপ্তির নিরিখে বিক্ষুব্ধ আওয়ামী লীগ যারা স্বতন্ত্র (নির্দল) হয়ে নেমেছিলেন, তারা চমকে দিলেন। ঢাকার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অচিরেই এই নির্দলরা সামিল হবেন সরকারে। কারণ, তারাও আওয়ামী লীগেরই নেতা। ফলে ‘লীগে-লীগে লড়াই’ এই ছায়াযুদ্ধে হাসলেন শেখ হাসিনা।

১২তম বাংলাদেশ জাতীয় নির্বাচনে টানা চতুর্থবার সরকার গড়ে বিশ্বে নজির গড়লেন শেখ হাসিনা। কোনও মহিলা প্রধানমন্ত্রী হিসেবে কুড়ি বছর কুর্সিতে থাকা একটি নজির।

বাংলাদেশ নির্বাচন কমিশন সূত্রে খবর, রবিবার (৭ জানুয়ারি) জাতীয় নির্বাচনে গড়পড়তা ৪০ শতাংশের মতো ভোট পড়েছে। বিশ্লেষণে উঠে আসছে, জনবহুল দেশটির প্রায় ১২ কোটি ভোটারের অর্ধেকও ভোটে অংশ নেয়নি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে দেশটির মূল বিরোধী শক্তি বলে চিহ্নিত বিএনপি ভোট বয়কট করে। তাদের আহ্বানে ভোট বয়কট ও হরতালে সামিল হয় একাধিক দল-সংগঠন। 

বাংলাদেশ নির্বাচন কমিশন জানাচ্ছে, সোমবার বেলা ৯টা পর্যন্ত ২৯৮ আসনের মধ্যে ২২৪টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ।  ৬০টিতে জয়ী স্বতন্ত্র প্রার্থী (নির্দল)। ১১টিতে জাতীয় পার্টি। ২টি আসন স্থগিত ও ১টিতে অন্য দল জয় পেয়েছে। ফলাফল সম্পূর্ণ আসবে দুপুরের মধ্যে।

বিশ্লেষণ বলছে, এই ফল প্রত্যাশিত। কারণ, দেশটির মূল রাজনৈতিক বিরোধী পক্ষ বলে চিহ্নিত ও পূর্বতন শাসক দল বিএনপি ভোটে অংশ নেয়নি। তারা ভোটে নামলে শতাধিক আসনে আওয়ামী লীগের পরাজয় হতো। সেক্ষেত্রে সরকার গড়তে পারলেও সংসদে বিরোধীদের বিপুল উপস্থিতি থাকত। এখন তখাকথিত নির্দল বিরোধীরা সরকারে সামিল হবে দ্রুত।

বাংলাদেশ জাতীয় সংসদে খাতায় কলমে বিরোধী দল জাতীয় পার্টি। তাদের সাথে আওয়ামী লীগের আসন সমঝোতা হয়েছে। সেই সমঝোতার ভিত্তিতে জাতীয় পার্টি ভোটে নেমেছিল। বিদায়ী সংসদের বিরোধী নেত্রী রওশন এরশাদ ভোট লড়াইয়ে নামেননি। তাঁর সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক সুসম্পর্ক সুবিদিত। আর প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপির নেত্রী খালেদা জিয়া একাধিক দুর্নীতির মামলায় বিচারাধীন। তিনি অসুস্থ হওয়ার জেলের সাজা থেকে গৃহবন্দি।