Ram Mandir: রামলালা প্রতিষ্ঠার দিন কি সরকারি ছুটি?

আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি বিরোধী দলের নেতৃত্ব। রামলালার প্রাণ প্রতিষ্ঠা সমারোহের জন্য ধীরে…

Ram Mandir

আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি বিরোধী দলের নেতৃত্ব। রামলালার প্রাণ প্রতিষ্ঠা সমারোহের জন্য ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে দেশ। সে ক্ষেত্রে ২২ জানুয়ারি, সোমবার কি দেশজুড়ে সরকারি ছুটি ঘোষণা করা হবে, এই নিয়ে জল্পনা তুঙ্গে।

সোশ্যাল মিডিয়াতে একাধিক রামভক্ত কেন্দ্রের বিজেপি সরকারের কাছে ২২ জানুয়ারি দিনটি রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে ছুটি ঘোষণা করার আর্জি রেখেছেন। দেশের প্রতিটি বাড়িতে টেলিভিশন কিংবা সোশ্যাল মিডিয়ায় চোখ রেখে রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানটি সকলে উপভোগ করতে পারেন, তার জন্যই এই আবেদন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই দিনটিতে সকলকে নিজ নিজ ঘরে প্রদীপ জ্বালাতে বলেছেন।

উত্তর প্রদেশেই সরকারি ছুটি ঘোষণা করার সবচেয়ে বেশি আর্জি রয়েছে। এক্স হ্যান্ডেলে যোগী সরকারকে ট্যাগ করে ছুটির দাবি জানাচ্ছেন রাম ভক্তরা। এই তালিকায় রয়েছে একাধিক হিন্দুত্ববাদী সংগঠন, সনাতনী সংস্কৃতির মানুষজনও।

মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক অতুল ভাতখলকর গত ১ জানুয়ারি মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে একটি চিঠি লেখেন। ২২ জানুয়ারির শুভদিনে সরকারি ছুটি ঘোষণা করার আর্জি রেখেছেন তিনি। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান ঘরে বসে দেখার সুযোগ করে দেওয়ার জন্যই সরকারের কাছে তার এই আবেদন। আবার, মধ্য প্রদেশেও বেশ কয়েকদিন ধরে ২২ জানুয়ারি দিনটিকে ছুটি ঘোষণা করার জন্য আবেদন জানানো হচ্ছে। প্রাণ প্রতিষ্ঠার দিন অত্যন্ত আনন্দের সঙ্গে এই অনুষ্ঠানে সামিল হতে চাইছে এই রাজ্যের বাসিন্দারা। রাজস্থানেও সরকারের কাছে ২২ জানুয়ারি উৎসব পালনের জন্য ছুটি চাইছে বাসিন্দারা। সূত্রের খবর, প্রাথমিকভাবে প্রশাসনিক স্তরে এই নিয়ে আলোচনাও চলছে।

আগামী ২২ জানুয়ারি জেশজুড়ে সরকারি ছুটি ঘোষণা করা হতে পারে। তবে এমন কোনও ঘোষণা এখনও হয়নি। কেন্দ্র সরকার কিংবা কোনও রাজ্যের সংশ্লিষ্ট সরকারের পক্ষ থেকেও কোনও বিবৃতি এই মর্মে জারি করা হয়নি। উত্তর প্রদেশের যোগী সরকারও তেমন কোনও সিদ্ধান্ত নেয়নি।