উৎসবে জল ঢালতে সাগরে জন্মাচ্ছে ঘূর্ণাবর্ত

রাজ্যে আজকের আবহাওয়া (Weather)  কেমন থাকবে একনজরে দেখে নেওয়া যাক। দক্ষিণবঙ্গে আবারও বৃদ্ধি পেয়েছে ভ্যাপসা গরম। তার সঙ্গে বিভিন্ন জেলায় জারি রয়েছে বিক্ষিপ্ত (Rain) বৃষ্টি…

রাজ্যে আজকের আবহাওয়া (Weather)  কেমন থাকবে একনজরে দেখে নেওয়া যাক। দক্ষিণবঙ্গে আবারও বৃদ্ধি পেয়েছে ভ্যাপসা গরম। তার সঙ্গে বিভিন্ন জেলায় জারি রয়েছে বিক্ষিপ্ত (Rain) বৃষ্টি পূর্বাভাস ।

দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে।তবে আবহাওয়া দফতর কিন্তু খুব একটা সুখবর দিচ্ছে না এই বছর। ষষ্ঠী থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। সপ্তমীতে দক্ষিণবঙ্গের কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

weather Durga Puja Kolkata

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও তার সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত শনিবার নাগাদ তৈরি হবার সম্ভাবনা। পরের ২৪ ঘন্টার মধ্যে শক্তি বাড়িয়ে নিম্নচাপের রূপ নেবে। এর প্রভাবে দুর্গা পুজোর চার দিন দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে।

Kolkata rain

আবহাওয়া দফতর পূর্বাঞ্চলীয় উপ মহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সপ্তমী থেকে উত্তরবঙ্গের সব জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি চলবে দশমী পর্যন্ত।