Weather: বৃষ্টির হলুদ সতর্কতা আছে, পুজোর বাজারে কাকভেজা হতে তৈরি হন

Weather: সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকার আকাশ তুলনামূলক পরিষ্কার। বৃষ্টি, বজ্রবিদ্যুৎসহ কাটবে রবিবার। এদিন আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে না। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায়…

Weather: সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকার আকাশ তুলনামূলক পরিষ্কার। বৃষ্টি, বজ্রবিদ্যুৎসহ কাটবে রবিবার। এদিন আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে না। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কয়েক পশলা বৃষ্টি বা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৮৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় ৫৭.৪ মিমি বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে থাকা নিম্নচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। যা শনিবার বিকেলে উত্তর ওড়িশার উপকূল এবং সন্নিহিত এলাকায় ছিল, যা পরবর্তী ১২ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে সংলগ্ন উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ডের ওপরে চলে যাবে।

হাওয়া অফিস জানিয়েছে, আজ কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়াতে বেশ কয়েক দফায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা আছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তবে আকাশে মেঘের আনাগোনা জারি থাকবে। এদিকে আজ কলকাতা ও আশেপাশের জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ফের ভারী বৃষ্টি হতে পারে কলকাতা সংলগ্ন জেলাগুলিতে।

উল্লেখ্য, আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ ও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছিল। নিম্নচাপটি ইতিমধ্যেই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে স্থলভাগে প্রবেশ করেছে। আগামী বুধবার পর্যন্ত কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে বেশ বৃষ্টি হবে।