Rainfall: তাপপ্রবাহের কবল থেকে মুক্তি, শুক্রে ৪ জেলায় ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস

  ভ্যাপসা গরমে প্রাণ ওষ্ঠাগত বাংলার মানুষের। কবে এমন দমফাটা গরম থেকে মুক্তি মিলবে তার অপেক্ষায় বসে রয়েছেন সকলে। যদিও শনিবার অর্থাৎ আগামীকাল থেকেই বাংলার…

Rainfall: তাপপ্রবাহের কবল থেকে মুক্তি, শুক্রে ৪ জেলায় ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস

 

ভ্যাপসা গরমে প্রাণ ওষ্ঠাগত বাংলার মানুষের। কবে এমন দমফাটা গরম থেকে মুক্তি মিলবে তার অপেক্ষায় বসে রয়েছেন সকলে। যদিও শনিবার অর্থাৎ আগামীকাল থেকেই বাংলার আবহাওয়া (Weather) পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই মোটের ওপর বৃষ্টি (Rainfall) হবে তা সাফ সাফ জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।

অর্থাৎ উইকএন্ডের আনন্দ আর মাটি করবে না এই নাছোড়বান্দা গরম। বৃষ্টি বাড়বে রবিবার থেকে। চলবে মঙ্গলবার অবধি। আগামীকাল শনিবার অবধি বাংলার জেলায় জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। যদিও একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগণা এবং দুই দিনাজপুরে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এর পাশাপাশি স্বস্তির বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। আজ শুক্রবার দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় সন্ধ্যার পর হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে।

Advertisements

এরপর আগামী ৫মে রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ জায়গায় জায়গায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে খবর। কিছুটা স্বস্তির খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এবার তাপমাত্রা ধীরে ধীরে কমার সম্ভাবনা রয়েছে। আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এদিকে আজ ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূমে শনিবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।