Kunal Ghosh: তৃণমূলকে কটাক্ষ কুণালের

২ দিন আগেও ছিলেন অন্যতম প্রধান স্তম্ভ। এখন দূরত্ব বেড়েছে। তাই আক্রমণের পথে। তবে চড়া সুরে নয়। কৌশলে। তৃণমূলের সঙ্গে কুণাল ঘোষের (Kunal Ghosh) সম্পর্ক…

২ দিন আগেও ছিলেন অন্যতম প্রধান স্তম্ভ। এখন দূরত্ব বেড়েছে। তাই আক্রমণের পথে। তবে চড়া সুরে নয়। কৌশলে। তৃণমূলের সঙ্গে কুণাল ঘোষের (Kunal Ghosh) সম্পর্ক এখন এই পর্যায়ে পৌঁছেছে।

শুক্রবার সকালে সোশাল মিডিয়ায় তৃণমূলকে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “তৃণমূল সমর্থক হিসেবে দলকে আমার সবিনয় অনুরোধ, ‘অপদার্থ’ ও ‘দলবিরোধী’ কুণাল ঘোষের শূন্যপদে মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে আইপ্যাকের প্রতীক জৈনকে নিয়োগ করা হোক। দলটা ওরা এত ভালোভাবে চালাচ্ছে যে সাংগঠনিক পদও প্রতীকের প্রাপ্য। দলের মঙ্গল হোক।”

   

দলের সাধারণ সম্পাদকের পদ থেকে কুণাল ঘোষকে সরিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। দলবিরোধী মতামত রাখায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপরই বিদ্রোহ করার মেজাজে এসেছেন কুণাল ঘোষও। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির বিষয়ে দলের অনেক শীর্ষ নেতা আগে থেকেই জানতেন। তৃণমূলের তারকা প্রচারকের তালিকা থেকেও নাম বাদ গিয়েছে কুণালের। জানা গিয়েছে, পঞ্চম দফার ভোটের তালিকায় আর নাম নেই কুণাল ঘোষের। পঞ্চম দফার ভোটের জন্য ৪০ জন তারকা প্রচারকের একটি তালিকা বের করা হয়। সেই তালিকায় আগে নাম ছিল কুণালের। যদিও এবার সেই তালিকা থেকে নাম কাটা গেল কুণালের।

রাজ্য সংগঠনের সাধারণ সম্পাদকের পদ থেকে কুণাল ঘোষকে সরিয়ে দিয়েছে তৃণমূল। দল বিরোধী ভিন্ন মতাদর্শ প্রকাশ করায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে খবর। গতকাল তৃণমূলের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়, কুণাল ঘোষ এমন মতামত প্রকাশ করছেন, যা দলের মতামতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এটা স্পষ্ট করা দরকার যে এগুলি তাঁর ব্যক্তিগত মতামত এবং এর জন্য দলকে দায়ী করা উচিত নয়।