Weather: সব জেলায় বৃষ্টির পূর্বাভাস

Weather: হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনও কলকাতা এবং কলকাতা লাগোয়া জেলাগুলিতে বৃষ্টি জারি থাকবে। কলকাতা, দমদম, সল্টলেক, বালী, হাওড়া, ডায়মন্ড হারবারে বেলা গড়ালে বৃষ্টির…

Record-breaking March rain in India

Weather: হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনও কলকাতা এবং কলকাতা লাগোয়া জেলাগুলিতে বৃষ্টি জারি থাকবে। কলকাতা, দমদম, সল্টলেক, বালী, হাওড়া, ডায়মন্ড হারবারে বেলা গড়ালে বৃষ্টির সম্ভাবনা দেখা দিতে যেতে পারে।

কলতকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। কয়েক দফায় আজ ভিজবে শহর। এদিকে কলকাতার পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুলগিতেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রপাত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

   

আজকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। কলকাতার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশ। আকাশ আংশিক মেঘলা থাকবে। গত ২৪ ঘণ্টায় আলিপুরে ১.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।