দক্ষিণবঙ্গে আরও ৭ দিন লু সতর্কতা, অস্বস্তি উত্তরেও

কয়েকদিন বৃষ্টি হলেও ফের তাপপ্রবাহে নাজেহাল বঙ্গবাসী। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী সাতদিন গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে । পশ্চিমে বইবে লু, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে…

Girls walking in the scorching heat during a heatwave

কয়েকদিন বৃষ্টি হলেও ফের তাপপ্রবাহে নাজেহাল বঙ্গবাসী। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী সাতদিন গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে । পশ্চিমে বইবে লু, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। উত্তরবঙ্গেও গরম ও অস্বস্তি বাড়বে বলেই জানা যাচ্ছে। তাপমাত্রা বাড়বে দার্জিলিং কালিম্পংয়ে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুক্র ও শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-সহ পশ্চিমের জেলা ও সংলগ্ন জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

শনি ও রবিবার বাকি জেলাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে। উপকূলের জেলাগুলিতে বিকেলের পর আবহাওয়ার পরিবর্তন হবে।

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা।

পশ্চিমে লু ও রাজ্যজুড়ে গরম ও অস্বস্তির কারণে সতর্ক থাকার পরামর্শ আবহাওয়া দপ্তরের। বেলা ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। জল পান, একটানা অনেকক্ষণ রোদের মধ্যে কাজ না করার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দপ্তরের।

প্রসঙ্গত,আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্প বা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৬ থেকে ৮৭ শতাংশ।