মাঝপথে আটকে গিয়েছে UPI পেমেন্ট! কি করবেন দেখে নিন

বর্তমানে ক্রমাগত আমাদের দেশে বেড়ে চলেছে অনলাইন লেনদেন (Online Transaction)। যার ফলে আগের থেকে অনেক সুবিধা ভোগ করেছেন সাধারণ মানুষ। মূলত একসাথে বেশি পরিমাণে টাকা…

UPI

বর্তমানে ক্রমাগত আমাদের দেশে বেড়ে চলেছে অনলাইন লেনদেন (Online Transaction)। যার ফলে আগের থেকে অনেক সুবিধা ভোগ করেছেন সাধারণ মানুষ। মূলত একসাথে বেশি পরিমাণে টাকা পকেটে না রাখলেও হয় অনলাইন লেনদেনের কারণে, যার ফলে যখন খুশি যেখানে খুশি টাকা পেমেন্ট করা যায়। পাড়ার ছোট্ট দোকান থেকে শুরু করে শপিংমল সমস্ত জায়গায় বর্তমানে অনলাইন লেনদেন গ্রহণযোগ্য।

তবে অনেক ক্ষেত্রে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (Unified Payment Interface) বা ইউপিআই পেমেন্টের (UPI Payment) সময় আটকে যায় মাঝপথে। তখন খানিকটা বাধ্য হয়েই নিজের পকেট থেকে টাকা দিতে হয় গ্রাহককে। কিন্তু তাতেও নিশ্চিন্তে থাকা যায় না কারণ অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে পেমেন্ট মাঝপথে আটকে গেলেও কিছুক্ষণ পরে সে পেমেন্ট আবারো পৌঁছে গিয়েছে প্রপ্রকের কাছে। তবে ইউপিআই পেমেন্ট করার আগে বিশেষ কিছু নিয়ম মাথায় রাখা দরকার হলে আপনি এরকম সমস্যার সম্মুখীন হবেন না কোনদিন।

প্রধানত ইউপিআই পেমেন্ট নির্ভর করে ইন্টারনেট ব্যবস্থা প্রাপকের ব্যাংক ডিটেইলস এবং যেই ব্যাংক থেকে আপনি টাকা পাঠাচ্ছেন সেই ব্যাংকের সার্ভারের উপর। এই তিনটির মধ্যে যদি কোন একটি ঠিকভাবে নিজের কাজ না করে তাহলে ইউপিআই পেমেন্ট সফল হয় না। তাই পেমেন্ট করার আগে প্রথমেই দেখে নিতে হবে ইন্টারনেট সংযোগ ঠিক রয়েছে কিনা। তাছাড়া আপনি যাকে টাকা দিচ্ছেন তার ইউপিআই আইডি সঠিক কিনা সেটাও একবার যাচাই করে নেওয়া উচিত।

পাশাপাশি পেমেন্ট করার সময় ইউপিআই পিন সঠিকভাবে না দিলেও অনেক ক্ষেত্রে লেনদেন মাঝপথে আটকে যাওয়া একটা সম্ভাবনা থেকে যায়। তাছাড়া ব্যবহার করতে পারেন ইউপিআই লাইট যার মধ্যে আপনি সর্বাধিক দু হাজার টাকা পর্যন্ত রাখতে পারবেন এবং একবারে দুশো টাকা পেমেন্ট করতে পারবেন। অন্যদিকে আরও একটি বিষয় রয়েছে যা আমাদের সকলেরই অজানা। আমাদের সকলের ইউপিআই আইডির একটি লিমিট থাকে যা হল প্রতিদিন এক লক্ষ টাকা এবং দিনে ১০ বার ইউপিআই ব্যবহার। আপনি যদি কোন কারনে দিনে দশবার ইউপিআই ব্যবহার করে ফেলেন তাহলে আর ২৪ ঘন্টার জন্য ইউপিআই ব্যবহার করতে পারবেন না।