Weather: জেলাকে টেক্কা দিয়ে ‘দূষিত নগরী’ কলকাতায় শীত কাঁপুনি

Weather: কলকাতার তাপমাত্রা নেমেছে স্বাভাবিকের নিচে। এদিন তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রির ঘরে। পশ্চিমের জেলাগুলিতে এদিন তাপমাত্রা নেমেছে অনেকটাই। আপাতত দুদিন পারদ পতন অব্যাহত থাকলেও, আবহাওয়া…

Weather: কলকাতার তাপমাত্রা নেমেছে স্বাভাবিকের নিচে। এদিন তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রির ঘরে। পশ্চিমের জেলাগুলিতে এদিন তাপমাত্রা নেমেছে অনেকটাই। আপাতত দুদিন পারদ পতন অব্যাহত থাকলেও, আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ১৩ তারিখের পরে ফের তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

Advertisements

কলকাতার তাপমাত্রা ৫ দিনে সাত ডিগ্রির মতো কমেছে। সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও মঙ্গলবার দার্জিলিং-এ বৃষ্টিপাত কিংবা তুষারপাতের সম্ভাবনা। তবে বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। হিমালয়ের পাদদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গে আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। এদিন সকালের দিকে জলপাইগুড়ি ও কোচবিহারে ঘন কুয়াশা থাকলেও বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার প্রভাব থাকবে না বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে এদিন ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পাবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দফতর।

সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় সাধারণভাবে কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৪৬ শতংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতার তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দেওয়া হয়েছে।