IND w vs ENG w: স্মৃতির অসাধারণ ইনিংসে বিশ্বাসযোগ্যতার যুদ্ধে জিতল ভারত

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি (IND w vs ENG w) ম্যাচ জিতে নিজেদেরকে ক্লিন সুইপ থেকে বাঁচিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে…

Smriti Mandhana

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি (IND w vs ENG w) ম্যাচ জিতে নিজেদেরকে ক্লিন সুইপ থেকে বাঁচিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতীয় বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের পর ব্যাটিংয়ে আলোড়ন সৃষ্টি করেন ওপেনার স্মৃতি মান্ধানা। মান্ধনার দুর্দান্ত ইনিংসের ভিত্তিতে তৃতীয় টি-টোয়েন্টিতে সফরকারী ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। তবে এই জয়ের পরও ভারতীয় দলকে ১-২ ব্যবধানে সিরিজ হারতে হয়েছে। প্রাথমিক দুটি টি-টোয়েন্টি জিতে ইতিমধ্যেই সিরিজ জিতেছিল ইংল্যান্ড।

আরও পড়ুন: Harmanpreet kaur: টি-টোয়েন্টি সিরিজ হারার পর ‘বিস্ফোরক’ ভারতীয় অধিনায়ক

ইংল্যান্ডের দেওয়া ১২৭ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে (IND w vs ENG w), ভারতীয় দল ৬ বল বাকি থাকতে ৫ উইকেটে ১২২৭ রান করেছে। মন্ধনা ৪৮ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৮ রানের ইনিংস খেলেন, জেমিমাহ রদ্রিগেস ৩৩ বলে ২৯ রানের ইনিংস খেলে আউট হন। ১২ রান করে প্যাভিলিয়নে ফেরেন দীপ্তি শর্মা। ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর ৬ রান করে অপরাজিত ফিরেন এবং আমানজোত কৌর ৪ বলে ১০ রানের অপরাজিত ইনিংস খেলেন।

আরও পড়ুন: Rahul Dravid: দক্ষিণ আফ্রিকা সফরে সমস্যায় দ্রাবিড়, নিতে হবে চরম সিদ্ধান্ত!  

অধিনায়ক হিথার নাইটের ৪২ বলে খেলা ৫২ রানের ইনিংসের ভিত্তিতে ১২৬ রান করে ইংল্যান্ড। ভারতের পক্ষে সাইকা আইজ্যাক ও শ্রেয়াঙ্কা পাটিল ৩টি করে উইকেট নেন। দুটি করে উইকেট নেন রেণুকা সিং ও আমানজোত কৌর।

১৪ ডিসেম্বর থেকে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচ
ভারত ও ইংল্যান্ডের মহিলা দল এখন একমাত্র টেস্ট ম্যাচে মুখোমুখি হবে। একমাত্র টেস্ট ম্যাচটি ১৪ থেকে ১৭ ডিসেম্বর মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।