Weather:.বঙ্গোপসাগরে ফের তৈরি হবে নয়া ঘূর্ণাবর্ত৷ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্ত তৈরি হতে চলছে বলে জানিয়েছে আইএমডি৷ নতুন ঘূর্ণাবর্ত তৈরির প্রভাবে বুধবার থেকে রবিবার পর্যন্ত আবহাওয়ার তোলপাড় হবে দক্ষিণবঙ্গে। এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হবে৷.উত্তরবঙ্গের উপরের দিকের জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে মঙ্গলবার। ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে ওড়িশা উপকূলের দিকে এগোবে।
দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ। বজ্র-বিদ্যুৎ- সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে হিমালয় পাদদেশ সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দার্জিলিং,কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে সামান্য দু-এক পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এই বৃষ্টির ফলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা কম থাকবে।এদিকে সপ্তাহের মাঝখান থেকে দক্ষিণ বৃষ্টি বৃদ্ধি পেলেও বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে, বাড়বে তাপমাত্রা। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম।
আজ কলকাতার গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল হবে মানুষ৷ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮৬ শতাংশ৷ আজও কলকাতায় ইতঃস্তত-বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হতে পারে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি৷